সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রাষ্ট্রীয় পর্যায়ে রক ফসফেট ও ফসফরিক এসিড আমদানিতে চুক্তিস্বাক্ষর

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাষ্ট্রীয় পর্যায়ে রক ফসফেট এবং ফসফরিক এসিড আমদানির জন্য এম ও ইউ স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জর্ডান। এ এম ও ইউতে বিসিআইসির চেয়ারম্যান ও জর্ডানের ফসফেট মাইনস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর করেন। এ সময় জর্ডান সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়ারুব কুদাহ উপস্থিত ছিলেন। গত শুক্রবার জর্ডানের রাজধানী আম্মানে এ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ স্বাক্ষরের ফলে বাংলাদেশ জর্ডান সরকারের মালিকানাধীন ফসফেট মানইস্ কোম্পানি থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিকটন রক ফসফেট এবং ১ লাখ ২০ বিশ হাজার মেট্রিকটন ফসফরিক এসিড আমদানি করবে। উল্লেখ্য যে, বাংলাদেশ জর্ডানসহ অন্যান্য দেশ থেকে রক ফসফেট আমদানি করে উন্নতমানের টিএসপি উৎপাদন করে থাকে। শিল্পমন্ত্রী জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে এক আলোচনাকালে বলেন, জর্ডানে লক্ষাধিক বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে জর্ডানের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ঢাকায় জর্ডানের কোনো ক‚টনৈতিক অফিস না থাকায় এ সমস্ত কর্মজীবী মানুষকে নানাবিধ ঝামেলা পোহাতে হয়। তিনি ঢাকায় একটি কূটনৈতিক অফিস স্থাপনের আহবান জানালে তারা ইতিবাচক সাড়া দেয়। শিল্পমন্ত্রী আম্মান চেম্বার অব ইন্ডাস্ট্রি কাউন্সিল এর প্রতিনিধিদলের সাথে এক বৈঠক করেন। এ সময় উভয়দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন