বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

প্রাণের ফোয়ারায় ভরে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুতুবউদ্দিন আহমেদ : অমর একুশে গ্রন্থমেলার সূর্য এখন মধ্যগগনে। আস্তে-ধীরে তা পশ্চিমাকাশে হেলে পড়বে। ইতোমধ্যে ফেব্রুয়ারির প্রথমপক্ষ পার হয়ে এসেছে। এখন চলছে দ্বিতীয়পক্ষ। দ্বিতীয়পক্ষে বইমেলার সূর্য তার আলোকচ্ছটা নিয়ে দিগন্তব্যাপী প্লাবিত হয়েছে। এরইমধ্যে পূর্ণযৌবনা হয়ে উঠেছে বইমেলা। সেজে-গুজে, প্রাণে-প্রাণে ভরে উঠেছে বইমেলার সমস্ত প্রাঙ্গণ। পরিবর্তিত হয়েছে প্রকৃতি, নৈসর্গিক সুষমাও। শীতের জীর্ণতা ছেড়ে প্রকৃতি পা ফেলেছে বসন্তে। বসন্তের মুক্ত-খোলা হাওয়া, ফুল আর পাখির গুঞ্জরিত ধ্বনি, অসংখ্য যৌবনের হর্ষধ্বনি ভেসে বেড়াচ্ছে অমর একুশে গ্রন্থমেলার চারপাশ। ফাগুনের মাতাল হাওয়ায় মাতোয়ারা প্রতিটি বৃক্ষশাখা। আমাদের এই ভূখ-ে ফাগুন যেন ভীষণ দস্যি মাস; অসম্ভব সম্ভবের মাস। এ-মাসেই আমার দেশের দস্যি ছেলেরা ভাষার জন্য প্রাণ দিয়েছিল; রক্তজবার মতো রাজপথে পড়ে ছিলো তাদের নিথর দেহ; প্রিয় মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করেছিল।
    প্রিয় পাঠক, বইমেলায় যাবার এখনই সময়। শীতের তীব্রতা নেই; গরমের হাহাকারও নেই। শীতের শেষ, বসন্তের শুরু; চলতে-ফিরতে এখনই আরামপ্রদ সময়। সবদিক বিবেচনায় মানুষের ঢলও নেমেছে। তারা ঘুরে-ফিরে, নেড়ে-চেড়ে দেখছে, কিনছে। বইমেলা তার আপন সত্তায় ফিরে এসেছে। তবে সেই সাথে লেখক-প্রকাশকের কিছু হতাশাও আছে। এখনও এ দেশের কিছু-কিছু মানুষ বই কিনতে কৃপণতায় ভোগে। তারা অন্য আর সববিষয়ে দিলখোলা-হাতাখোলা। ফাস্টফুডের দোকানে বসে এক মুহূর্তে দু-চারহাজার টাকা বিলিয়ে দিতে পারে। কিন্তু বইকেনার ব্যাপারে তারা পকেটের চিন্তায় কোণঠাসা হয়ে থাকে। বই কেনার চেয়ে একটি অত্যাধুনিক টিভি অথবা একটি স্মার্ট-মোবাইল সেট কিনতে তারা বেশি আগ্রহী। অথচ প্রিয় পাঠক, আত্মার সঠিক বিকাশে বইয়ের বিকল্প আছে কি? আসুন তাহলে মেলায় আসা নতুন বইয়ের খোঁজখবর নেয়া যাক :

কবিতা
নির্বাচিত ৩০০ কবিতা Ñ আল মাহমুদ Ñ অক্ষর প্রকাশনী
মাটির সম্ভার Ñ মহাদেব সাহা Ñঅনন্যা
দূর দ্রাঘিমায় Ñ গুলতেকিন খান Ñ তা¤্রলিপি
কবিতা সংগ্রহ Ñ নাসির আহমেদ Ñ দি রয়েল পাব.
শ্রেষ্ঠ কবিতা Ñআবু হাসান শাহরিয়ার Ñভাষাচিত্র
নাম ও নৈবেদ্য Ñ দেবাশীশ মৈত্র Ñচৈতন্য
সুখী ধনুর্বিদ Ñরাসেল রায়হান Ñপ্লাটফরম
প্রথম রাতের উপাসনাÑ সরকার আমিন Ñচৈতন্য
জলে খুঁজি ধাতপ মুদ্রাÑ মাহবুবুল হক শাকিল Ñঅন্বেষা
ঘোর ও শুন্য জলধিপুরাণ Ñ শোয়াইব জিবরান Ñচৈতন্য
শিখিয়েছিলাম Ñমনজুরে মওলা Ñ অন্যপ্রকাশ
রজতমুদ্রা Ñঅনু ইসলাম Ñ দৃষ্টি প্রকাশন
স্বপ্নে সতীনে সব সত্যনাশ Ñ আশরাফ আহমেদ -অন্যপ্রকাশ
প্রেম বিরহের অনুকাব্য Ñ ইকবাল হাসান Ñদি রয়েল পাব.
কবিতায় এপার-ওপার Ñ সাদেক সারেয়িার সম্পাদিত Ñঅনিন্দ্য
শ্রীমতি প্রজাপতি রায় Ñ আহমেদ স্বপন মাহমুদ Ñ তিউড়ি প্রকাশন
একদা চৈত্রের রাতে Ñইকবাল হাসান Ñদি রয়েল পাব.
মায়া মেঘ নির্জনা Ñ মুস্তাফিজ শফি Ñ অন্যপ্রকাশ
প্রণয় পঙক্তি Ñ বুলবুল সরোয়ার Ñ বলাকা
জেগে ওঠে ফিনিক্স পাখিÑশাহীন মাহমুদ Ñবলাকা
কৌমুদি ভোরে ঝরা শিশিরÑ শেলি সেনগুপ্তাÑবলাকা
স্বনির্বাচিত Ñরুনু আঞ্জুমানÑমিজান পাব.
নিদাঘ Ñ মারুফুল ইসলাম Ñ আবিষ্কার
হাসছে আরোগ্যসদন Ñ মারুফ রায়হান Ñমিজান পাব.
ডুমুরের আয়ু Ñশামীম হোসেন Ñপ্লাপফর্ম
স্বর্গের রেপ্লিকা Ñ মাশুক চৌধুরী Ñসাহস পাব.
অসীম সাহার রাজনৈতিক কবিতা Ñঅসীম সাহা, নির্ণায়ক প্রকাশনী
নির্বাচিত ১০০ কবিতা Ñতুষার দাশ Ñ অন্যপ্রকাশ
সভ্যতার পাশে পা ফেলে বসে আছিÑ ফজল মোবারকÑবিভাস
লাল নীল পাখি Ñহাবীব রেজা আহমদ Ñউষার আলো প্রকাশনী
হে জবিন ফিরে এসো Ñ মতিউর রহমান ÑÑচারুলিপি
তোমার বাড়ি কত দূর Ñসাইফুল্লাহ মাহমুদ দুলাল Ñঅন্যপ্রকাশ
নীলকণ্ঠ মন Ñ মনিরা ফেরদৌসি Ñ জাতীয় গ্রন্থকেন্দ্র
ঘুমের ভেতর হেঁটে যাই Ñনাসরিন নঈম Ñ অনন্যা
এই দেশ একদিন জনতার হবে Ñআবদুল হামিদ মাহমুদ Ñশুভ্রপ্রকাশ
নির্বাচিত কবিতা- কাজী রোজী, ইত্যাদি গ্রন্থপ্রকাশ
শ্রেষ্ঠ কবিতাÑ সিকদার আমিনুল হক, আগামী প্রকাশনী
ভুলে যাওয়ার চেয়ে ভালো কিছু নেই- মহাদেব সাহা, অনন্যা
কবিতাসংগ্রহ- মোফাজ্জল করিম, অনন্যা
তুমি এক অলৌকিক বাড়িঅলা- আনোয়ারা সৈয়দ হক, অনন্যা
নভোনীল সেই মেয়ে- মাসুদুজ্জামান, শুদ্ধস্বর
বাতাসের বৈঠা Ñ কাজী রোজী Ñ ইত্যাদি
লাল মাফলার- আলফ্রেড খোকন, শুদ্ধস্বর
তোমার জন্য লিখি- রাজীব মীর, অনন্যা
না নৈহাটি না পুষ্পস্তবক- শাবিহ মাহমুদ, শুদ্ধস্বর
অরণ্যে অদম্য- সজল ছত্রী, শুদ্ধস্বর
আবেগের অনুকম্পণ Ñ সুজয় দেব Ñ চারুলিপি
নক্ষত্র হরফে লেখা কবিতা- মুজতবা আহমেদ মোরশেদ, অনন্যা
সকলই সকল- তানিম কবির, শুদ্ধস্বর

ছোটগল্প
বহে না সুবাতাস -জ্যোতিপ্রকাশ দত্তÑ মিজান পাব.
আয়রে আমার গোলাপজান Ñ হাবিবুল্লাহ সিরাজীÑ অন্যপ্রকাশ
নির্বাচিত গল্প Ñ জাকির তালুকদার Ñকবি প্রকাশনী
ভারতীয় সেরা লেখিকাদের সেরা গল্পÑ নবনিতা বসু হক Ñঅনিন্দ্য
অশনির ছন্দ Ñশ্বাশত নিপ্পন Ñমূর্ধণ্য
চোখের আলোয় দেখেছিলাম Ñ তপন দেবনাথ Ñ ইত্যাদি
স্বপ্ন ছোঁয়ার আশায় Ñ রোকেয়া ইসলামÑ সাহিত্য বিকাশ
দাগ- আবিদ করিমÑ রূপ প্রকাশন
বাংলাদেশের নির্বাচিত প্রেমের গল্প সম্পাদনা : মোহাম্মদ আবদুল
মান্নান ও রাশেদ রহমানÑ পলল
মায়াবাস্তবের আত্মকথন- হুমায়ুন মালিকÑ রূপসী বাংলা
কোন এক চন্দ্রাবতী- হরিশংকর জলদাসÑ চন্দ্রদীপ
ভরদুপুরের ও অন্যান্য গল্প- তাশরিক ই হাবিবÑ মীজান পাবলিশার্স
বরফের বাসর ও লাল রুমাল- কাজী হাসানÑ চন্দ্রদ্বীপ
কমলনামা- কামরুজ্জামান জাহাঙ্গীরÑ বেঙ্গল পাবলিশার্স
রূপডাঙার সন্ধ্যানে কাজী রাফিÑ অনিন্দ্য
অল্পই গল্প Ñ দেবাহুতি চক্রবর্তীÑ ধ্রুবপদ
দোজখের ফেরেস্তা Ñ সোহরাব হাসানÑ ধ্রুবপদ
ইতালির শ্রেষ্ঠ গল্প Ñ অনু. সোহরাব সুমনÑ ইত্যাদি
উষর দিনলিপি Ñ জায়েদ ফরিদ Ñ যুক্তপ্রকাশ
হে দিগি¦দিক হে অদৃশ্য Ñ ইফতেখার মাহমুদ Ñ দেশ পাব.
রক্তমূলে বিচ্ছেদ Ñ সাদিয়া মাহজাবিন ইমাম Ñঅন্যপ্রকাশ
 
উপন্যাস
দুয়ার হতে দূরে Ñ হাসান আজিজুল হক Ñইত্যাদি
দুর্বিনীত কাল Ñজ্যোতিপ্রকাশ দত্তÑ পাঞ্জেরী
নারীগণ Ñ সৈয়দ শামসুল হক Ñ চারুলিপি
শেষ চিঠি Ñআয়েশা ফয়েজ Ñ তা¤্রলিপি
চন্দ্রসখা Ñ হুমায়ুন আহমেদ Ñ অন্বেষা
একাত্তরের মুসলিম ডাকাত Ñ ইমদাদুল হক মিলন Ñআদিগন্ত
নয়মাস Ñইমদাদুল হক মিলন Ñ অনন্যা
বিষাদ নদী Ñমোহিত কামাল Ñঅন্যপ্রকাশ
দ্বিতীয় পুরুষ Ñ সৈয়দ ইকবালÑ দি রয়েল পাব.
সবচে সুন্দর করুণ Ñআহমদ মোস্তফা কামাল Ñবেঙ্গল পাব.
পর সমাচার এইযে Ñ শান্তনু চৌধুরী Ñ দেশ পাব.
সিতাংসু তোর সমস্ত কথা Ñজ্যোতিপ্রকাশ দত্তÑ পাঞ্জেরী
একটি ঢোঁড়া সাপের কর্মজীবন Ñ মিহির সেনগুপ্ত Ñ আলোঘর
রচনা সমগ্র Ñ আবদুল কাদের Ñ মিজান পাব.
নির্বাচিত উপন্যাস Ñআসিফ নজরুল Ñঅনন্যা
রৌদ্রবেলা ও ঝরাফুল Ñ মাসুদ আহমেদ Ñঅন্যপ্রকাশ
শেষ জাহাজের আদমেরা Ñ স্বকৃত নোমান Ñ অনিন্দ্য
প্রেম অথবা দহনের গল্প Ñআহমাদ মোস্তফা কামাল Ñগ্রন্থকুটির
জিগীষা Ñ বুলবুল মহলানবিশ Ñবেহুলা বাংলা
নিঃস্বর নীলকণ্ঠ Ñ ইষিতা জেরিন Ñরোদেলা
বুনোকলির রক্তবীজ Ñ খালিদ মারুফ Ñআগামী
রক্তজবা দিয়ে কেউ ভালবাসেনি Ñমৌলি আজাদ Ñ আগামী
বস্তির নাম ৭৪২Ñ মাহবুবুল আলম চৌধুরী Ñ ইত্যাদি
মা Ñআলেক রোজারীও Ñ শিরীন পাব.
জলে ভাসা পদ্ম Ñ পলাশ আহমেদ Ñ অন্বেষা
দারবিশ Ñ লতিফুল ইসলাম শিবলি Ñনালন্দা
মানবজনম Ñ সাদাত হোসাইন Ñভাষাচিত্র
যুক্তাক্ষর Ñ তরিকুল হাসান Ñশ্রাবণ
ছায়ার নির্বাসন নির্বাসনের ছায়া Ñ কাজী রাফি Ñঅনিন্দ্য
একটি বিদ্যালয় বৃত্তান্ত Ñ সাহাদাৎ পারভেজÑ অ্যাডর্ন
একলা আকাশ Ñ মণীশ রায় Ñ বিভাস
দীঘির কালো জল Ñ শামসুদ্দিন আহমেদ Ñঅনন্যা
দিনকালের কাঠখর- সেলিনা হোসেন, প্রথমা
মৌমিতা Ñ মোহীত উল আলম, কথাপ্রকাশ
ছায়ারজনী- রেজাউর রহমান, সূচিপত্র
ফিরে এস- শান্তনু চৌধুরী, উৎসপ্রকাশ
একজন অভ্র ও জনৈক পিতাÑ আবুল ফাতাহ, রোদেলা
অবেলায়- মনি অধিকারী , উৎসপ্রকাশ
কালের নায়ক- হাজি তানজিনিযা ,অ্যাডর্ন
নন্দিত সুখদুঃখ- মাহবুব এলাহী, প্রতিভা প্রকাশ
চোখ গেল পাখিÑ আবুল হায়াৎ, শব্দশিল্প
মনে পড়ে এই হেমন্তরাতে- ধ্রব এষ, সময় প্রকাশন
সুনীল হুমায়ূন- রফিকুল ইসলাম, বাংলাপ্রকাশ
মেঘের পর রোদ- রায়হান আহমেদ, মীরা প্রকাশ
পাশের মানুষ- ইমন চৌধুরী, সৃজনী
আলো ছায়ায় জোয়ারভাটাÑ ফজল এ খোদা, অবসর
যাত্রার শেষ সীমানাÑ রেজাউর রহমান, অন্যপ্রকাশ

প্রবন্ধ/নিবন্ধ/গবেষণা
প্রবন্ধ সংগ্রহ Ñ মুহ. ঘাবীবুর রহমান Ñ মাওলা ব্রাদার্স
পুঁজিবাদের দুঃশাসন Ñ সিরাজুল ইসলাম চৌধুরীÑ রোদেলা
রবীন্দ্র বিশ্বাসে মানব অভ্যুদয় Ñ সনজিদা খাতুনÑ নবযুগ
ভাষা আন্দোলনের দলিল ও অন্যান্য Ñ আবুল আহসান চৌধুরী Ñ শোভা প্রকাশ
বুদ্ধিজীবীর সংস্কৃতি বনাম জনসংস্কৃতি Ñ আহমদ রফিক Ñঅনিন্দ্য
বীরের এ রক্ত¯্রােত মাতার এ অশ্রুধারা Ñ রফিকুল ইসলাম Ñআগামী
গান্ধীর আলো Ñ আঁধারী Ñ সারোয়ার কবির Ñ বিশ্বসাহিত্য ভবন
সাহিত্যসমাজ ও বিজ্ঞান Ñ সুব্রত বড়–য়া Ñঅনন্যা
রবীন্দ্ররাথের মোটর গাড়ি Ñফখরে আলম Ñ বিদ্যাপ্রকাশ
হাজার বছরের বাংলা গান সংগ্রহ Ñ সম্পা. ড. রশিদুন্ননী, শাহীনুর রেজাÑ অনুপম
ঊনসত্তরের গণআন্দোলন ও বঙ্গবন্ধু Ñ তোফায়েল আহমেদ Ñ আগামী
অভিমানী নদী ও নিসর্গ Ñ বিপ্রদাশ বড়–য়া Ñ কথাপ্রকাশ
স্মৃতিময় কর্মজীবন Ñ আবুল মাল আবদুল মুহিত Ñ চন্দ্রবতী একাডেমি
ঢাকার স্মৃতি Ñ১৮ Ñ মুনতাসির মামুন Ñ মাওলা ব্রাদার্স
বিব্রত সংলাপ Ñ প্রফেসর আবদুল খালেক Ñ বিশ্বসাহিত্য ভবন
চার্বাকেতর ভারতীয় দর্শন Ñ রণদীপম বসু Ñ রোদেলা
পাপিত পুরুষ Ñ চন্দন আনোয়ার Ñ যুক্ত
কবিতার নন্দন বিশ্ব Ñ স্বপন নাথ Ñঅনিন্দ্য প্রকাশ
টিন এজ মন Ñশরীর ও স্বাস্থ্য Ñ শুভাগত চৌধুরী Ñ অনুপম
কবিতার নন্দনপাঠ ও আর্দ্রমনভূমি Ñ শোয়েব শাহরিয়ার Ñ অনিন্দ্য
রবীন্দকাব্যে উপমা ও প্রতীক Ñ আহমদ কবির Ñ মুক্তধারা
নির্বাচিত প্রবন্ধ Ñ জাকির তালুকদারÑ গ্রন্থকুটির
উনিশশতকের নবচেতনা ও বাংলা কাব্যের গতিপ্রকৃতিÑ ময়ুখ চৌধুরী Ñঅ্যাডর্ন
উনিশশতকের পূর্ববঙ্গের থিয়েটার ও নাটক Ñ মুনতাসির মামুন Ñ সময়
ধনী আর ধ্যানী Ñ মারুফ Ñরায়হানÑ চিত্রা
কথা চলচ্চিত্রের Ñ শাহাদুজ্জামান Ñ চেতন্য
বাংলা কথাসাহিত্যে মানবভাবনা Ñ সৈয়দ আজিজুল হকÑ কথাপ্রকাশ
অনুকথা : মনদর্শন জীবন Ñ অপূর্ব চৌধুরী Ñ আগামী
জঙ্গিবাদ, গণতন্ত্র, আইনের শাসনÑ আমিন আল রশীদÑ ঐতিহ্য
শম্ভুনাথ চট্টোপাধ্যায় : কবিতার দিকে একজন Ñ নুরল হক Ñবেহুলাবাংলা
দিলওয়ার : পৃথিবী স্বদেশ যার Ñ সম্পা. ইসহাক কাজলÑ ইত্যাদি
বঙ্গবন্ধু পরিবার ও বাংলাদেশ Ñ মুহ. আসলাম ভুইয়া Ñনবরাগ প্রকাশনী
ইউরোপীয় রেঁনেসা ও ইসলাম Ñ মুহ. আবুল কাশেম ভুইয়া Ñবাংলাপ্রকাশ
গুলশান ট্রাজেডি ও আলকায়দা নেটওয়র্ক Ñ সুদীপ্ত আসলাম Ñ শ্রাবন
পরিবেশ ও এর দূষণ Ñ নাসরীন আলম Ñ লেখালেখি
আত্মদার্শনিক প্রেক্ষিতে কবিতার অবস্থান Ñ সরদার মোহাম্মদ রাজ্জাক Ñগতিধারা
দিগন্তে হাতছানি Ñকামাল পাশা Ñ ঐতিহ্য
প্রকাশকনামা ও হুমায়ূন আহমেদ Ñ ফরিদ আহমেদ Ñসময়
চার্লি চ্যাপলিন Ñ পলাশ আহসান Ñ কথা প্রকাশ
বদলে যান এখনই- তারিক হকÑ অনন্যা
বাংলা নাটকের নারী ও পুরুষ- সাজেদুল আউয়ালÑ মাওলা ব্রাদার্স
অঙ্কুরিত একত্রিশ- আমিনুল হক বাদশাহÑ মাওলা ব্রাদার্স
সমকালের দর্পণে- যতীন সরকারÑ ইত্যাদি গ্রন্থপ্রকাশ
যুদ্ধ আরো কঠিন আরো গভীর- ফরহাদ মজহারÑ আগামী প্রকাশনী
সংস্কৃতির যত শত্রু- ফজলুল আলমÑ অনন্যা
ভাষা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু- মোহিত উল আলমÑ আগামী প্রকাশনী
বাংলাদশের সাম্প্রতিক সাহিত্য- মাসুদুজ্জামানÑ শুদ্ধস্বর
পুতুল নাচ- সুশান্ত সরকারÑ আগামী প্রকাশনী
অভাজনের মহাভারত- মাহবুব লীলেনÑ শুদ্ধস্বর
আদিবাসী উৎসব- সালেক খোকনÑ ইত্যাদি গ্রন্থপ্রকাশ
বরেণ্যদের মুখোমুখি- রতনতনু ঘোষÑ কথাপ্রকাশ
শিক্ষাবিষয়ক প্রবন্ধ- যতীন সরকারÑ ইত্যাদি গ্রন্থপ্রকাশ
অমর একুশে- হায়াৎ মামদুÑ ইত্যাদি গ্রন্থপকাশ
রবীন্দ্রনাথের জায়া ও জননী- সাদ কামালীÑ কথাপ্রকাশ
বাংলাদেশের নাটক ও নাট্যদ্বন্দ্বের ইতিহাসÑ কথাপ্রকাশ
বাংলাদেশের নি¤œবর্ণেও দ্রোহ ও স্বশস্ত্র প্রতিরোধ- মুনতাসীর মামুনÑ কথাপ্রকাশ
সর্বস্তরে বাংলাভাষা- স্বরচিষ সরকারÑ কথা প্রকাশ
চিরায়ত চিত্রশিল্পী- সৈয়দ লুৎফল হকÑ মাওলা ব্রাদার্স

 শিশুকিশোর/ অ্যাডভেঞ্চার
সেরা সাত সায়েন্সফিকশন Ñ হুমায়ুন আহমেদ Ñ অবসর
কিশোরসমগ্র Ñ দ্বিজেন শর্মাÑচারুলিপি
বুকের ভেতর আগুন Ñ জাহানারা বেগম Ñচারুলিপি
মধুবক Ñ হাশেম খান Ñ চন্দ্রাবতী একাডেমি
মিতুল ও তার রবোট Ñ মুহ. জাফর ইকবালÑ চন্দ্রাবতী একাডেমি
রিটিন Ñ মুহ. জাফর ইকবালÑ তা¤্রলিপি
রং পাতার গাছ Ñ ধ্রুব এষ Ñ ময়ুরপক্সিক্ষ
জনি গোয়েন্দা Ñ শাহআলম সাজু Ñঅন্বেষা
কিশোর গল্প সংকলন Ñ সেলিনা হোসেন Ñ অক্ষর প্রকাশনী
গল্পে গল্পে শেখ রাসেল Ñ মনি হায়দার সম্পা. Ñ Ñ অক্ষর প্রকাশনী
শ্রেষ্ঠ বিদেশি রূপকথা Ñ হাসান হাফিজ Ñ Ñ অক্ষর প্রকাশনী
টুঙ্গিপাড়ার খোকা Ñ আহমেদ রিয়াজ Ñ ইত্যাদি
মজার মজার গল্পকথা Ñ তাহমিনা খলিল Ñ ঝিঙেফুল
হাতির ওজন কতÑ হুমায়ুন কবির ঢালি Ñ বাংলাপ্রকাশ
প্রিন্স উইলিয়ামের আংটির খোঁজে Ñ মোস্তফা মামুন Ñ অনন্যা
পৃথিবীর জন্য ভালোবাসা Ñআরিফ খন্দকার Ñ অনিন্দ্য
রক সিটির গোয়েন্দা Ñ রকিব হাসান Ñ বঙ্গজ প্রকাশন
দেশে দেশে ঘুড়ি Ñ ফারুক হোসেনÑ চনদ্রাবতী
বন্ধু আমার Ñ জাকির তালুকদার Ñ চন্দ্রাবতী
গল্পগুলো পরীরÑ জিয়া রহমানÑ চন্দ্রাবতী
কাল্লু ও রেজাউলের সত্যজীবনÑ মশিউল আলমÑ আলোঘর
রঙ বিবি Ñ ধ্রুব এষÑ আলোঘর
দুষ্ট একাদশ Ñ মোস্তফা মামুন Ñ অনন্যা
এ টেল অব ব্লাইন্ড প্রিন্সেসÑ নাইস নূরÑ ঝিঙেফুল
পরি নামে পাহাড়ে Ñ মাহফুজুর রহমানÑ চন্দ্রবতী
এই বইটা তোমার Ñ লুৎফর রহমান রিটনÑ চন্দ্রাবতী
ফুল পাখিদের গল্পÑ বকুল আশরাফÑ সাহস প্রকাশন
মা ও আমিÑ এলিসন রিচিÑ বাংলাপ্রকাশ
উপমার বাঘমামাÑ চন্দনকৃষ্ণ পালÑ উৎসপ্রকাশ
গভীর বনে বিপদÑ অরুণ চৌধুরীÑ অনন্যা
ছোটদের ৫ উপন্যাসÑ আলী ইমামÑ অনন্যা
সূর্য ও শিউলিÑ আবুল মোমেনÑ চন্দ্রদীপ
নতুন পৃথিবীতে ৪টি সমুদ্র অভিযানÑ অনুবাদ : মঈন বিন নাসিরÑ ঝিঙে ফুল

ভ্রমণ
পরবাসে রঙিন মানুষ Ñমঈনুস সুলতান Ñ উৎসপ্রকাশ
দেখুন বাংলাদেশ Ñ মুস্তাফিজ মামুন Ñ অবসর
ঘুরে এলাম সোনার গাঁ Ñ শামসুজ্জোহা Ñ আফসার ব্রাদার্স
বাঙালের আমেরিকা দর্শনÑ হুমায়ুন কবির ঢালিÑ বাংলাপ্রকাশ
অস্ট্রেলিয়ার পথে পথে, প্রদীপ ঘোষÑ মীরা প্রকাশ
স্টাচু অব দি লিবার্টিÑ বিমল গুহÑ পলল
ভ্রমণ বিষয়কÑ মাসুম সায়ীদÑ ঝিঙেফুল
হাজার বছরের ইস্তাম্বুল Ñ জিকরুর রেজা খানমÑ আগামী
ইতালিয়াÑ হাসনাত আবদুল হাইÑ অ্যাডর্ন
ঝিলাম নদীর দেশÑ বুলবুল সারোয়ারÑ অ্যাডর্ন
ফিরে দেখাÑ সালাউদ্দিন আহমেদ Ñ অ্যাডর্ন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন