শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী,শাইখুল ইসলাম হযরত হাজী শরীয়াতুল্লাহ র.এর স্মৃতি বিজোড়িত স্থান মাদারীপুরের বাহাদুরপুর ময়দানে গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপি ৭২তম বার্ষিক মাহফিল আজ (শনিবার) মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে দেশ-বিদেশের আমন্ত্রিত উলামায়ে কেরাম তাদের বয়ানে সকল আজাব-গজব থেকে মুক্তি পেতে আল্লাহ তায়ালার কাছে খালেছ তাওবা করতে সকলের প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার হাজী শরিয়ত উল্লাহ (রহ)এর ৭ম পুরুষ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাও. আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুরের ইমামতিতে বাহাদুরপুর ময়দানে অনুষ্ঠিত হয় বৃহৎ জুমার জামাত। এ জামাতে শরীক হতে গত বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মুসল্লী জমায়েত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন