সাম্প্রতিক ‘ইররাদা’ চলচ্চিত্রটিতে দিব্য দত্ত একজন রাজনীতিকের ভূমিকায় অভিনয় করেছেন। থ্রিলার ধারার ফিল্মটিতে তার চরিত্রটি খল। তিনি জানিয়েছেন চরিত্রটি তিনি খুব স্বস্তির মধ্য দিয়ে করতে পারেননি।
“খল ভূমিকা আমার জন্য একবারেই স্বস্তিদায়ক ছিল না। তবে এই চরিত্রটি করে খুব আনন্দ পেয়েছি,” দিব্য স¤প্রতি সংবাদ মাধ্যমকে এক সম্মেলনে বলেছেন।
“এই ধরনের চরিত্র করার মজা হল এতে অনেকগুলো স্তর থাকে। তাই আমি চরিত্রটির বিভিন্ন শাখায় প্রশাখায় গিয়ে কাজ করেছি। আমার বিশ্বাস একজন অভিনয়শিল্পী হিসেবে আমি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি,” তিনি আরও বলেন।
দিব্য জানান আরশাদ ওয়ার্সির সঙ্গে কাজ করে তিনি বেশ আনন্দ পেয়েছেন।
“বর্তমানে যারা সূ² অভিনয়ে সক্ষম তাদের মধ্যে তিনি একজন। তার সঙ্গে শুটিংয়ে অংশ নেয়া উপভোগ্য হয়েছে,” তিনি বলেন।
নাসিরুদ্দিন শাহের অভিনয়ে অপর্ণা সিং পরিচালিত ‘ইরাদা’ গত শুক্রবার মুক্তি পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন