বিনোদন ডেস্ক: ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্র দিয়ে হাবিব ও ন্যানসি প্রথমবার দ্বৈতগানের জুটি হিসেবে আসেন। সিনেমাটির পৃথিবীর যত সুখ গানটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল। এরপর একে একে গেয়েছেন আমি তোমার মনের ভেতর, বাহির বলে দূরে থাকুক, দুই দিকে বসবাস, এতদিন কোথায় ছিলে, ঝরাপাতা উড়ে যায়’র মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান। এ ধারাবাহিকতায় নতুন আরও এক গান নিয়ে হাজির হাবিব-ন্যানসি। শিরোনাম- তুমি আমার। কথা লিখেছেন কবির বকুল। গত বুধবার সিডি চয়েজের ইউটিউব পেজে প্রকাশ পেয়েছে গানটির মিউজিক ভিডিও। গানের মডেল হয়েছেন লিয়ানা লিয়া ও তারেক জামান। ভিডিওটির নির্মাতা আরশাদ আদনান জানান, হাবিব ও ন্যানসির গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা একসঙ্গে গান করলেই চমক তৈরি হয়। এবারের গানটিও বেশ শ্রুতিমধুর। আর সুন্দর সব লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে।
ছবিঃ হাবিব-ন্যানসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন