বগুড়া অফিস ঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান, কৃষকদলের সাধারণ সম্পাদক ও কৃষক দলের আসন্ন জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির এখন যা সাংগঠনিক তৎপরতা তা’ আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি। তাই যারা মনে করছে বিএনপি নির্বাচনে যাবে না তারা আগামী নির্বাচনেই বুঝতে পারবেন কত ধানে কত চাল! তিনি বলেন, বিএনপি আগামী নির্বাচনে যাবে এবং গণরায় নিয়ে সরকারও গঠন করবে। তিনি গতকাল শনিবার দুপুরে বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে কৃষক দলের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রতিনিধি সম্মেলনে আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণের স্পষ্ট ইঙ্গিত দিয়ে কর্মীদের প্রস্তুত হতে আহ্বান জানিয়ে তিনি বলেন, অবশ্যই আগামী সরকার হবে বিএনপির সরকার। কেউই বিএনপির বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। আগামী ২৭ ফেব্রæয়ারী অনুষ্ঠিতব্য কৃষক দলের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত এই বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষকদল বগুড়া জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব আকরাম হোসেন।
তিনি বলেন, অন্যায়ভাবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় বিচারের নামে সাজা দেয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় বিচারের নামে সাজা দিতে চায় সরকার। তাকে নির্বাচন থেকে দূরে রেখে আরেকটি পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্নও দেখছে তারা। কিন্তু দেশের মানুষ সে স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন , কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, কৃষকদলের কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মোঃ জসিম, জামাল উদ্দিন খান মিলন ,বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, নূর আফরোজ জ্যোতি, শাহ মেহেদী হাসান হিমু, এস এম রফিকুল ইসলাম প্রমুখ্ । সভায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার জেলা সভাপতি ও সাধারন সম্পাদকগন অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন