বিনোদন ডেস্ক : সম্প্রতি লেজার ভিশনের কার্যালয়ে মরমী কণ্ঠশিল্পী আব্দুল আলীমের কন্যা নূরজাহান আলীমের ‘যারে ছেড়ে...’ অ্যালবাম এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক জাহিদ বাসার পংকজ, লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী হিসান খান বাবু, গীতিকবি স্নেহাশীষ ঘোষ, সঙ্গীতশিল্পী ইসরাত জাহান জুঁইসহ আরও অনেকে। অ্যালবামটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী নূরজাহান আলীম বলেন, আমার বাবা আব্দুল আলীমের কয়েকটি স্মরণীয় গান নিয়ে আমার এই অ্যালবামটি করেছি। কানাইলাল শীল, পল্লীকবি জসিমউদ্দিনের কথা ও সুরে অ্যালবামিটর সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ বাসার পংকজ। গানগুলো হলো- বাইরাম বাইরাম করে, যারে ছেড়ে এলাম, তোমারও লাগিয়া। আশা করি এই জনপ্রিয় গানগুলো শ্রোতাদের হৃদয়কে ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন