সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিলেটে রবি-এয়ারটেল নেটওয়ার্কের সমন্বয় শুরু

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রবি-এয়ারটেল একীভূত হওয়ার অংশ হিসেবে সিলেটে তাদের নেটওয়ার্ক সমন্বয়ের কাজ শুরু হয়েছে। এই অঞ্চলে নেটওয়ার্ক সমন্বয়ের মাধ্যমে দেশের ১ নাম্বার নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপে আরো এক ধাপ এগিয়ে যাবে রবি। রবি ও এয়ারটেলের তরঙ্গ সমন্বয়ের ফলে উচ্চ গতির ৩.৫জি ইন্টারনেটসহ গ্রাহকরা দ্বিগুণ মানসম্মত নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে অপারেটরটি। গতকাল এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নেটওয়ার্ক সমন্বয়ের ফলে আরো বিস্তৃত এলাকায় ও উচ্চ গতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন রবি গ্রাহকরা। সমৃদ্ধ নেটওয়ার্কটি উপভোগ করতে এয়ারটেল গ্রাহকদের দুটি পদক্ষেপ নিতে হবে। প্রথমে এয়ারটেল গ্রাহকদের তাদের হ্যান্ডসেটের নেটওয়ার্ক অপশনে গিয়ে এয়ারটেল/এয়ারটেল টুজি/এয়ারটেল থ্রিজি/৪৭০০২/রবি থ্রিজি/ রবি আজিয়াটা/বিজিডি রবি/একটেল (হ্যান্ডসেটের ওপর নির্ভরশীল) লিখে সার্চ দিয়ে উল্লেখিত যে কোন একটি অপশন সিলেক্ট করবেন। এরপর তাদের মোবাইল হ্যান্ডসেটের ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করতে হবে। ডাটা রোমিং অপশন অ্যাক্টিভ করার পর উদ্বোধনী অফার হিসেবে এয়ারটেল গ্রাহকরা ফেসবুক ব্রাউজ করার জন্য তিন দিন মেয়াদী ১ জিবি ডাটা উপভোগ করতে পারবেন। এরই মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, খুলনা, বরিশাল ও কুষ্টিয়ায় সফলভাবে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সমন্বয়ের পর গ্রাহকরা বিস্তৃত এলাকায় ৩.৫জি নেটওয়ার্কে দ্বিগুণ মানের ইন্টারনেট সেবা উপভোগ করছেন। সমৃদ্ধ ইন্টারনেট সেবার পাশাপাশি রবি ও এয়ারটেল’র বিশাল পরিবার উপভোগ করছেন সাশ্রয়ী কলরেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন