সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইসিএমএবি’র নতুন কমিটি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সভাপতি জামাল আহমেদ চৌধুরী সহ-সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ সেলিম সচিব মো. আবদুর রহমান খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. স্বপন কুমার বালা অর্থনৈতিক রিপোর্টার : জামাল আহমেদ চৌধুরী দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আইসিএমএবির কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটিতে প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ সেলিম সহ-সভাপতি, মো. আবদুর রহমান খান সচিব এবং প্রফেসর ড. স্বপন কুমার বালা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। জামাল আহমেদ চৌধুরী নতুন দায়িত্ব নেয়ার আগে দুই মেয়াদে আইসিএমএবির সহ-সভাপতি ও সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জামাল আহমেদ চৌধুরী বর্তমানে দেশের অন্যতম ওষুধ প্রস্তুত ও রফতানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক পদে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। সহ-সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের অধ্যাপক। তিনি অষ্টম জাতীয় পে-কমিশনের খÐকালীন সদস্য ছিলেন। বর্তমানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসেবে কর্মরত আছেন। আরেক সহ-সভাপতি মোহাম্মদ সেলিম বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রক্রিউরম্যান্ট টেকনিক্যাল ইউনিটের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট পদে কর্মরত আছেন। সচিব মো. আবদুর রহমান খান বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপসচিব পদে কর্মরত আছেন। তিনি ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জাতিসংঘের আন্তর্জাতিক উপদেষ্টা এবং বিশ্ব ব্যাংকের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। কোষাধ্যক্ষ প্রফেসর ড. স্বপন কুমার বালা বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের কমিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। পেশাগতভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন