শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজশাহীতে জেএমবি সদস্য মজনুর আটক

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবির) সক্রিয় সদস্য মজনুর রহমান ওরফে বল্টুকে আটক করে পুলিশ। বুধবার রাতে রাজশাহী মহানগরীর নিউ গভ: ডিগ্রি কলেজ গেট এলাকা থেকে জেলা ডিবি পুলিশের সহায়তায় বল্টুকে আটক করা হয়। আটককৃত মজনুর রহমান বল্টু জেলার বাগমারা উপজেলার পলাশী গ্রামের মৃত ছাবের আলীর ছেলে। তার বিরুদ্ধে চারঘাট ও বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবির) সক্রিয় সদস্য আহম্মদ বিন লালনের সহযোগী হিসেবে চারঘাট, বাগমারাসহ একাধিক এলাকায় আটককৃত মজনুর রহমান সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন