জন লেনন আর জর্জ হ্যারিসন পরলোকে, জীবিত আছেন পল ম্যাকার্টনি আর রিঙ্গো স্টার। সম্প্রতি তারা দুজন একটি স্টুডিওতে মিলিত হয়েছেন। এর ফলে বিটলস ব্যান্ডের পুনর্মিলন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
বিটলসের ড্রামার রিঙ্গো বিষয়টি টুইটারে প্রকাশ করে ছবিসহ লিখেছেন : “এখানে আসা আর দারুণ বেস বাজাবার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি, শান্তি আর ভালবাসা।”
বিটলসের অন্যতম সদস্য রিঙ্গো স্টার তার নিজের বাড়ির স্টুডিওতে নিজের একটি একক অ্যালবাম নিয়ে কাজ করছেন। টুইট থেকে বোঝা যায় ব্যান্ডের গায়ক ও গীতিকার পল ম্যাকার্টনি তার সঙ্গে দেখা করতে এসে এক বা একাধিক গানে বেস বাজিয়েছেন।
রিঙ্গো ঈগলস ব্যান্ডের জো ওয়াল্শের একটি ছবি প্রকাশ করে লিখেছেন : “দেখুন জো ওয়াল্শও (গিটার) বাজাতে এসেছেন। কী একটা দিন কেটেছে। শান্তি ও ভালবাসা।”
স্টারের শেষ অ্যালবাম ‘পোস্টকার্ডস ফ্রম প্যারাডাইস’ ২০১৫তে মুক্তি পেয়েছে।
রিঙ্গো স্টারের ২০১০ সালে প্রকাশিত ‘ওয়াই নট’ অ্যালবামেও ম্যাকার্টনি আর ওয়াল্শ সহযোগিতা করেছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন