শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সুনামগঞ্জে শাহ্ আবদুল করিম লোক উৎসব

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতি বছরের মতো এ বছরেও সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘অল টাইম শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০১৭’। প্রয়াত এ বাউল সম্রাটের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাউলের জন্মভ‚মি দিরাইয়ের উজানধলে আগামী ৩ মার্চ এই উৎসব শুরু হবে। শাহ্ আবদুল করিম পরিষদের আয়োজনে এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম। সহযোগিতায় থাকছে প্রাণ পটেটো ক্র্যাকার। সম্প্রতি রাজধানীর এক হোটেল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাউল শাহ আবদুল করিমের পুত্র শাহ্ নূর জালাল, অলটাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম, প্রাণ পটেটো ক্র্যাকার এর ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তরা। মনিরুল ইসলাম জানান, বাউল শাহ আবদুল করিমের কর্মকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমরা এই উৎসবের সাথে সম্পৃক্ত হয়েছি। অনুষ্ঠান প্রসঙ্গে শাহ্ নূর জালাল জানান, মেলার প্রথম দিনে বাউল সম্রাটের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা ও গান পরিবেশন করবেন বিভিন্ন স্থান থেকে আগত অতিথি ও শিল্পীরা। এছাড়া সমাপনী দিনে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পীরাও সঙ্গীত পরিবশেন করবেন। উল্লেখ্য, বন্ধে মায়া লাগাইছে/পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, কেন পিরিতি বাড়াইলিরে বন্ধু’র মতো অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা শাহ আবদুল করিম। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন