কক্সবাজার অফিস : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদসহ মোট ৬ পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয় হয়েছে। তিনটি সম্পাদকীয় পদসহ ১১ পদে জয়ী হন বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর এই তথ্য জানাযায়।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সভাপতি মোহাম্মদ ইছহাক-১, সাধারণ সম্পাদক হিসেবে জিয়া উদ্দিন আহমদ, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) রহমত উল্লাহ এবং সদস্য পদে আমজাদ হোসেন।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) মোহাম্মদ রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক মোহাম্মদ শামীমুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক ছৈয়দ আলম এবং সাধারণ সদস্য পদে বিজয়ীরা হলেন, আবুল কালাম ছিদ্দিকী, মোহাম্মদ আবুল আলা, ছৈয়দ আলম, শাব্বির আহমদ, মোহাম্মদ মাহবুবুল আলম (টিপু), এ.এইচ.এম শাহজাহান, মোস্তাক আহমদ চৌধুরী ও মোহাম্মদ গোলাম ফারুক খান (কায়সার)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন