স্টাফ রিপোর্টার : ভাষার জন্য ও বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন-তাঁদের স্মরণ করবার জন্য ৮ ফাল্গুনকে ভাষা শহীদ দিবস হিসেবে ঘোষণা দেয়া হোক। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য যে রক্তদান তা ছিল ৮ ফাল্গুন। সুপ্রীমকোর্ট সহ সকল স্তরের আদালতের রায় বাংলায় প্রকাশ এবং সরকারি বিজ্ঞপ্তিসহ সর্বস্তরে বিশুদ্ধ বাংলা প্রবর্তন ও প্রচলনের উদ্যোগ নিতে হবে। গতকাল মঙ্গলবার ‘ডেমোক্রেটিক অ্যালায়েন্স’-এর উদ্যোগে “ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে ২৭/৮-এ, তোপখানা রোডস্থ (৩য় তলা) অ্যালায়েন্সের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডেমোক্রেটিক এ্যালায়েন্সের প্রধান সমন্বয়কারী জননেতা আলমগীর মজুমদার একথা বলেন। আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল)’র চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি)’র চেয়ারম্যান এম.এ রশীদ প্রধান, ন্যাশনাল কংগ্রেস’র চেয়ারম্যান কাজী সাব্বির, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন (বিজিএ)’র চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, আম জনতা পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম খান, ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)’র চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, এনডিপি মহাসচিব আলীনূর রহমান খান সাজু, প্রবীণ আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান টুটু, ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, বিজিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ন্যাশনাল মহিলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা।
সভায় নেতৃবৃন্দ বলেন, বাংলা ভাষার জন্য রক্ত দিয়ে আমরা বস্তুত ইংরেজি সন ২১ ফেব্রæয়ারিকে মহান করছি। ৮ ফাল্গুন হচ্ছে বাংলা সনের একটি দিন। যদি সত্যিই সর্বস্তরে বাংলাকেই আমরা চালু করতে চাই তাহলে সেক্ষেত্রে ভাষা শহীদ দিবস হিসেবে ৮ ফাল্গুনকেই নির্ধারণ করা হবে একান্ত যুক্তিযুক্ত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন