রাজশাহী ব্যুরো : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ভোটার বিহীন সরকার তাদের লুটপাটের ভান্ডারকে আরো বাড়াতে গ্যাসের দাম বাড়িয়েছে। এরা জনগণের সরকার নয় বলে জনগণের উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন চালাচ্ছে। বারবার জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের উপর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। তারপর আবার গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোতে অবস্থা আরো কাহিল হয়ে পড়ছে। লুটেরা এ সরকার ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে পাচার করেছে। জনগণকে জিম্মী করে দুর্ভোগে ফেলে এদের মন্ত্রীরা পরিবহন ধর্মঘট করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন