নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের উপর পুলিশি হামলার প্রতিবাদে নাজিরপুর উপজেলা যুব ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রিপন ও ছাত্রদলের আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেলের নেতৃত্বে উপজেলা পরিষদ গেটের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার নাজিরপুর ডিগ্রী কলেজের দিকে যেতে থাকে। কিছু পথ যেতে থাকলে থানা পুলিশের ধাওয়া খেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ.ম.রেজাউল করিম, ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুহা. তাওহীদুল ইসলাম, শামীম হাসান, রাজীব হোসেন, সজল ফরাজী, তাওহীদুল ইসলাম ফরাজী প্রমুখ। উল্লেখ্য খালেদা জিয়ার নামে দায়ের হওয়া মিথ্যা মামলার অভিযোগ পত্র প্রত্যাহারের দাবিতে গত ৯ মার্চ বৃহস্পতিবার পিরোজপুর জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন