মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনের মোটর শো

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশি-বিদেশি বিভিন্ন মোটর নির্মাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের এক আন্তর্জাতিক প্রদর্শনী। ‘সেমস গেøাবাল’-এর আয়োজনে আগামী ২৩ থেকে ২৫ মার্চ ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই প্রদর্শনী চলবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘সেমস গেøাবাল’-এর ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন্নেসা ইসলাম প্রদর্শনীর বিভিন্ন তথ্য সংবাদকর্মীদের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, এবারের মেলার অংশ হিসেবে থাকছে ‘দ্বাদশ ঢাকা মোটর শো-২০১৭’, ‘তৃতীয় ঢাকা বাইক শো-২০১৭’, ‘দ্বিতীয় ঢাকা অটোপার্টস শো ২০১৭’ এবং ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০১৭’। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। মেহেরুন্নেসা জানান, জাপান, কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ভিয়েতনাম, সউদী আরব, ভারত ও বাংলাদেশের অটোমোটিভ, কার, বাইক ও অটো যন্ত্রাংশ শিল্পের প্রায় ১৮০টি প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নেবে। এবার মোট ৩৬০টি স্টলে নতুন গাড়ি, মোটরসাইকেল, বাস, ট্রাক, বাণিজ্যিক পরিবহন, লুব্রিকেন্ট ও অটো যন্ত্রাংশ দেখানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন