কর্পোরেট রিপোর্টার : কদর বাড়ছে পাট পণ্যের। সদ্য শেষ হওয়া বহুমুখী পাটপণ্যের মেলায় তাই প্রতীয়মান হয়েছে। পাঁচ দিনব্যাপী এ মেলায় মোট ৩ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার ২শ টাকার বহুমুখী পাটপণ্য বিক্রয় হয়েছে এবং ৪ কোটি ১২ লাখ টাকার অর্ডার পাওয়া গেছে। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উচ্ছাস-আগ্রহ ছিল চোখে পড়ার মতো। যে কারণে মেলার সময়সীমা দুইদিন বাড়ানো হয়। দেশে প্রথমবারের মতো পালিত হওয়া জাতীয় পাট দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)। মেলায় ৯৫টি উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় ৫ দিনে সোমবার সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোপাল কৃষ্ণ ভট্টচার্য্যরে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ‘সোনালি আঁঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই স্লোগানে নিয়ে গত ৬ মার্চ সারাদেশে এবারই প্রথমবারের মতো পালিত হয় ‘জাতীয় পাট দিবস-২০১৭’। দিবসটি পালন উপলক্ষে ঢাকাসহ সারাদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাট ও পাটজাত পণ্য সহযোগে বর্ণিল আলোকসজ্জা করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন