বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইউএস-বাংলার বিজনেস ক্লাস যাত্রীদের জন্য পিক এন্ড ড্রপ সার্ভিস

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক ফ্লাইট-এর বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য নিজস্ব গন্তব্য থেকে এয়ারপোর্ট কিংবা এয়ারপোর্ট থেকে নিজস্ব গন্তব্যে পৌঁছানোর জন্য আরামদায়ক ট্রান্সপোর্ট সুবিধা দিয়ে পিক এন্ড ড্রপ সার্ভিসের সূচনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, যা বাংলাদেশের এভিয়েশন শিল্পে ব্যতিক্রমী এ সেবার আয়োজন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিজনেস ক্লাস যাত্রীদের সেবা মানেই যাত্রীদের বাড়ির আঙ্গিনা থেকে স্পেশাল সার্ভিস শুরু। ইউএস-বাংলার সুশিক্ষিত, স্মার্ট এক্সিকিউটিভরা বিজনেস ক্লাস যাত্রীদের সেবায় রয়েছে সারাক্ষণ। এখন থেকে আন্তর্জাতিক রুটের বিজনেস ক্লাসের যাত্রীদের নির্ধারিত বোর্ডিং পাস, ডিপারচার কার্ড, লাউঞ্জ কার্ড হাতে পেয়ে যাবে বাড়ি থেকে এয়ারপোর্টে যাত্রা শুরু করার পূর্বেই। নির্দিষ্ট ফ্লাইট ছাড়ার পূর্বে ঢাকা শহরের নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ১ ঘণ্টা ৪০ মিনিট থেকে ৩ ঘণ্টা ৩০ মিনিট পূর্বেই এয়ারলাইন্সের নিজস্ব ট্রান্সপোর্ট পৌঁছে যাবে বিজনেস ক্লাস যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে। পিক এন্ড ড্রপ সার্ভিস সুবিধা গ্রহণ করার জন্য নিয়ম অনুযায়ী বিজনেস ক্লাসের যাত্রীদের ৬ ঘণ্টা পূর্বে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিজার্ভেশন এ বুকিং প্রদান করতে হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ মনে করে, নিত্য নতুন আকর্ষণীয় সেবার মধ্যে বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য উক্ত পিক এন্ড ড্রপ সার্ভিস নতুন মাত্রা যোগ করবে। উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স। আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীসেবা ও সময়মতো ফ্লাইট পরিচালনার জন্য ইতোমধ্যে ইউএস-বাংলা বাংলাদেশের আকাশ পরিবহন সেবায় অনন্য নজির স্থাপন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন