বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ে“গভর্নমেন্ট বাজেটিং প্র্যাকটিসেস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গতকাল সোমবার, প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর উদ্যোগে প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয় আইকিউএসি কনফারেন্স হলে “গভর্নমেন্ট বাজেটিং প্র্যাকটিসেস ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহ্মদ প্রধান অতিথি ছিলেন।
সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন ইউএনডিপি বাংলাদেশ-এর ইনক্লুসিভ বাজেটিং এ্যন্ড ফাইন্যান্সিং ফর ক্লাইমেট রিসাইলেন্স (আইবিএফসিআর) -এর প্রজেক্ট ম্যানেজার ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব রঞ্জিত কুমার চক্রবর্তী। সেমিনারে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেস-এর ডীন প্রফেসর ড. এএইচএম হাবিবুর রহমান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক এবং প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা।
সেমিনারে অন্যান্যের মধ্যে প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস-এর এমবিএ-এর প্রোগ্রাম ডিরেক্টর এম জিল্লুর রহমান, বিবিএ-এর প্রোগ্রাম ডিরেক্টর ড. মোহাম্মদ নজরুল ইসলাম, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন