শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হলিউড স্বপ্নের পেছনে ছুটছেন না সোনাক্ষি সিনহা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অভিনেত্রী সোনাক্ষি সিনহা বর্তমানে বলিউডের মেগাস্টার সালমান খানের সঙ্গে ‘দা ব্যাং- দ্য ট্যুর’ সফরে অংশ নিচ্ছেন। তিনি জানিয়েছেন বলিউডের কাজ নিয়েই তিনি সন্তুষ্ট, হলিউডে কাজ করার ব্যাপারটি তিনি তেমন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন না। 
“এখানে আমি যে কাজ করছি তাতেই আমি সন্তুষ্ট। তবে যদি ভাল কোনও প্রস্তাব আসে তাহরে তা বিবেচনা করতে পারি- ঠিক এখানে যেভাবে কাজ করি সেভাবেই। তবে নিশ্চিত করে আমি হলিউডের পিছে ছুটছি না,” সোনাক্ষি বলেন। 
উপরোল্লিখিত সফরে দলের সঙ্গে সোনাক্ষি অস্ট্রেলিয়ার মেলবোর্ন আর সিডনি এবং নিউ জিল্যান্ডের অকল্যান্ড যাবেন। তিনি জানান লাইভ পারফরমেন্সের দারুণ ভক্ত তিনি।
তার ‘দাবাঙ’ সহতারকা সালমানের সঙ্গে নাচবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা এখনও কাজ করে যাচ্ছি, সুতরাং এই বিষয়টি জানতে চাইলে অনুষ্ঠানে আসতে হবে। তবে নিশ্চিত করতে চাই যে ‘দাবাঙ’ জুটি থাকলে তা অবশ্যই আকর্ষণীয় হবে।
সোনাক্ষি জানিয়েছেন তিনি তার প্রিয় ১৯৯০ দশকের নাচে পারফর্ম করতে চান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন