শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিরিয়ালের জন্য ১০ কিলো ওজন বাড়িয়েছেন ইজাজ খান

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আসন্ন টিভি সিরিয়াল ‘ইয়ে মোহ মোহ কে ধাগে’তে একজন গ্রাম প্রধানের ভূমিকায় অভিনয়ের জন্য অভিনেতা ইজাজ খান ১০ কিলোগ্রাম ওজন বাড়িয়েছেন।
চরিত্রটি ব্যাখ্যা করতে গিয়ে ইজাজ বলেন, “চরিত্রটি একজন মাঝবয়সী পুরুষের। খুব কম বয়সে তাকে বিপুল দায়িত্ব নিতে হয়েছিল বলে বয়সের তুলনায় তাকে বেশি বুড়ো মনে হতে হবে। এছাড়া আমার চরিত্রটি যে গ্রামে বাস করে সেখানকার পুরুষরা রোগাপটকা বা সুঠামদেহী নয় বরং একটু মোটা মত।”
“আমি গুলাব জামুন (মিষ্টি), জিলাপি আর চকলেট খেতে ভালবাসি। আমি খাবারের আগে, পড়ে এবং মাঝামাঝি সময়েও এসব মিষ্টিজাতীয় খাবার কেতে পারি। এই ভূমিকাটি আমার কাছে আশীর্বাদের মতই কারণ এর জন্যই আমি প্রচুর মিষ্টি খেতে পারছি,” তিনি আরও বলেন।
ইজাজ বলেন, “আগে আমাকে খেতে হল খুব মেপে কিন্তু এই ভূমিকাটির জন্য যেমন খুশি খেতে পারছি আর গুজরাটি খাবার কে পাশ কাটিয়ে যেতে পারে?”
‘ইয়ে মোহ মোহ কে ধাগে’ সিরিয়ালটি সোনি টিভিতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন