মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পটিয়ায় ভূমি প্রতিমন্ত্রীর সংবর্ধনায় দু’পক্ষের সংঘর্ষ : আহত-১৫

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সংবর্ধনা অনুষ্ঠানে দু’পক্ষের হামলায় আহত হয়েছেন অনন্ত ১৫ জন। আহতরা হলেন, মোবারক (২৫), মোঃ নাজিম (২৬), রাজু (২১), কপিল (৩০), আবিদ (২০), নওশের (২৫), বাবুল (২৫), পারভেজ (২৩), লালু (৪০), আরমান (১৮)। তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহান স্বাধীন দিবস উপলক্ষে ও কর্ণফুলী থানাকে উপজেলা ঘোষণা করায় রবিবার বিকেল সাড়ে ৫টায় নাগরিক সংবর্ধনা শুরুর আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের আধিপত্য নিয়ে মূলত এই ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কে দীর্ঘ যানজট শুরু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার (সাবেক পটিয়া উপজেলা) শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্ব›দ্ব চলে আসছিল। গত ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমের কাছে বকুল পরাজিত হয়। কর্ণফুলী উপজেলা নাগরিক কমিটির সংবর্ধনাকে কেন্দ্র করে দুই পক্ষ মারামারি প্রস্তুতি নেয়। সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে বিকেল ৫টায় জাহাঙ্গীর ও বকুলের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ আরেকপক্ষের উপর হামলা চালায়। এতে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা বেড়ে যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক মারামারি হয়। অপর দিকে, সংবর্ধনা শেষে জাহাঙ্গীর আলমের অনুসারীরা লাঠিসোটা ও দাঁড়ালো কিরিচ নিয়ে মহাসড়কে শোডাউন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবুল কালাম বকুল দাবি করেন, প্রতিপক্ষ জাহাঙ্গীর আলমের লোকজন অতর্কিতভাবে তাদের উপর হামলা চালিয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, জাহাঙ্গীর ও বকুলের চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মূলত এই মারামারির ঘটনা ঘটেছে। এই রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ কিংবা মামলা হয়নি বলে জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন