শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দেড় বছর পর নারায়ণী শাস্ত্রী বিয়ের কথা প্রকাশ করলেন

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টার প্লাসের ‘কিউঁকি সাস ভি কাভি বহু থি’, জি টিভির ‘পিয়া কি ঘর’ এবং সোনি টিভির ‘কুসুম’ সিরিয়ালগুলোর জন্য খ্যাত অভিনেত্রী নারায়ণী শাস্ত্রী আসলেই যে নিজের একান্ত জীবনকে লোকচক্ষুর অন্তরালে রাখতে পারেন তার প্রমাণ পাওয়া গেল। কেউ জানতেই পারেনি যে তিনি দেড় বছর আগে বিয়ের কাজটি সমাধা করে ফেলেছেন। তিনি এখন ব্রিটিশ নাগরিক স্টিভেন গ্রেভার ওরফে টোনির স্ত্রী।
ভারতীয় টিভির একজন তারকা হবার পরও তিনি এই বিষয়টি কিভাবে গোপন রাখলেন তা আসলেই বিশ্লেষণের বিষয়।
নারায়ণীকে শেষ দেখা গেছে লাইফ ওকে চ্যানেলের ‘পিয়া রাংরেজ’ সিরিয়ালে খল ভ‚মিকায়।
নারায়ণী তার বিয়ের বিষয়টি গোপন রাখার কারণটি ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন তার স্বামী চেয়েছিলেন তারা একটি স্বাভাবিক দম্পতি হিসেবে থাকবেন। তাই তিনি বিয়ে কথা গোপন রেখেছিলেন। এছাড়া বিয়েটি হয়েছেও আকস্মিকভাবে। তিনি জানান বিয়ের পোশাকও কেনা হয়নি। জিন্স আর টি-শার্ট পরেই তিনি বিয়ে করেছেন।
নারায়ণী বলেন, “টোনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলে। সত্য কথা বলতে সেই সময়েই আমরা বিয়ে করতে চাইনি। একদিন আমরা ভাবলাম আমরা তো একসঙ্গেই থাকব তাহলে বিয়ে করে ফেললেই হয়। হঠাৎ করেই হয়েছে। একদিন সিদ্ধান্ত নিয়েছি, পরের দিন রেজিস্ট্রারকে ডেকে এনেছি।”
নারায়ণীর সঙ্গে থাকবার জন্য টোনি লন্ডন থেকে মুম্বাই এসেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন