মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ক্যাম্পাসগুলোতে এয়ারটেল’র ‘ইয়েলো ফেস্ট’

| প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর ১৫টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ইয়োলো ফেস্ট’র আয়োজন করছে এয়ারটেল। ফেস্ট’র অংশ হিসেবে ‘ইয়োলো’র (ইউ অনলি লিভ ওয়ান্স) মূল সুরের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে তারুণ্যের অদম্য শক্তি উদযাপনের উদ্দেশে গেমিং, কারাওকে কর্নার, অগম্যান্টেড ফটো বুথ ও মিউজিক্যাল কনসার্ট’র আয়োজন করা হয়। গতকাল (সোমবার) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইয়োলো ক্যাম্পেইন’র আওতায় তরুণদের নিয়ে মিউজিক, গেম ও ভিডিও কমিউনিটি’র মতো ভিন্ন ভিন্ন ডিজিটাল কমিউনিটি গড়ে তুলছে এয়ারটেল। ইয়োলো ফেস্ট’র মাধ্যমে তরুণরা নিজ নিজ পছন্দ অনুযায়ী কমিউনিটিগুলোর আয়োজন সম্পর্কে জানতে পারছেন। এই ফেস্ট’র একটা বড় অংশ হচ্ছে ‘মিউজিক্যাল কমিউনিটি’ যা ইতোমধ্যে দেশের স্থানীয় ও আন্তর্জাতিক গানের সবচেয়ে বড় লাইব্রেরী এয়ারটেল ইয়ন্ডার মিউজিক অ্যাপ’র মাধ্যমে পরিচিতি পেয়েছে। শিক্ষার্থীরা ফেস্টটি’র মাধ্যমে এই ডিজিটাল মিউজিক্যাল প্লাটফরম এবং অ্যাপ ও কারাওকে’র মাধ্যমে এই মিউজিক কমিউনিটির কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন। শুধু তাই নয়, ইয়োলো ফেস্ট চলাকালে ক্যাম্পাসগুলোতে সংগীত পরিবেশন করছেন এয়ারটেল ইয়ন্ডার মিউজিকের জনপ্রিয় শিল্পীরা। এ পর্যন্ত অর্ণব বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, কণা ও এলিটা প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে, মাইলস বুয়েটে, ওয়ারফেজ প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটিতে সংগীত পরিবেশন করেছেন। একটি শক্তিশালী ইয়োলো ও মিউজিক কমিউনিটি গড়ে তুলতে শিগগিরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, আইইউবিসহ আরও কয়েকটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ইয়োলো ফেস্ট। ভবিষ্যতে ঢাকার বাইরের ক্যাম্পাসগুলোতেও ইয়োলো ফেস্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে এয়ারটেল’র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন