শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার ফিল্ম নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হলেন অ্যাডাম স্যান্ডলার

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অনলাইন স্ট্রিমিং প্রতিষ্ঠান নিটফ্লিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা-নির্মাতা অ্যাডাম স্যান্ডলার। তার প্রতিষ্ঠান হ্যাপি ম্যাডিসন নেটফ্লিক্সের জন্য চারটি চলচ্চিত্র নির্মাণ করবে আর এগুলোর প্রিমিয়ার হবে শুধু এই স্ট্রিমিং মাধ্যমটিতে।
“আমি নেটফ্লিক্সের সঙ্গে সংশ্লিষ্ট হতে পেরে দারুণ খুশি। তারা চলচ্চিত্র নির্মাণ আর তা সারা দুনিয়ার সামনে পরিবেশনের জন্য এত প্রতিশ্রুতিবদ্ধ তা দেখলে ভালো লাগে। তাদের আমার কাছে আমার পরিবারের মতোই লেগেছে। আমাকে সমর্থন দেওয়ার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ,” অ্যাডাম স্যান্ডলার বলেন।
চার ফিল্মের প্রথমটি হলো ‘স্যান্ডি ওয়েক্সলার’। এটিই তার আগামী চলচ্চিত্র। নিটফ্লিক্সে চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে ১৪ এপ্রিল।
একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে স্যান্ডলার ক্যারিয়ার শুরু করেন। এরপর তিনি ‘স্যাটারডে নাইট লাইভ’ টিভি অনুষ্ঠানে স্ক্রিপ্ট লেখক হিসেবে কাজ করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি হ্যাপি ম্যাডিসন প্রডাকশন্স প্রতিষ্ঠা করেন। তিনি ‘বিগ ড্যাডি’, ‘পাঞ্চ-ড্রাঙ্ক লাভ’, ‘রেইন ওভার মি’ এবং ‘ফানি পিপল’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছেন।
তাকে বড় পর্দায় আগামীতে দেখা যাবে নোয়া বমবাকের ‘মেয়ারোউইটজ’ কমেডি ফিল্মে ডাস্টিন হফম্যান, বেন স্টিলার এবং এমা থমসনের সঙ্গে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন