শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও পরিচালনায় শুরু হয়েছে ক্লাসরুম থিয়েটার

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত ১৪ মার্চ পিপল্স থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী আনন্দময় ও সৃজনশীল ক্লাসরুম প্রতিষ্ঠায় লিয়াকত আলী লাকীর পরিকল্পনা ও পরিচালনায় শুরু হয়েছে পাঠ্যবইয়ের গল্প বলা ও নাটক নিয়ে ‘ক্লাসরুম থিয়েটার’। এ ধারাবাহিকতায় গত সোমবার মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ঢাকায় পিপল্স লিট্ল থিয়েটার (পিএলটি)-এর একক অভিনয় মঞ্চস্থ হয়। বিজয় তেন্ডুলকার-এর রচনা এবং লিয়াকত আলী লাকীর নির্দেশনায় ‘ববি’ এবং একটি চেয়ারের আত্মকাহিনী নাটকটি উপস্থাপন করা হয়। এছাড়া লোক নাট্যদলের প্রযোজনা সুকুমার রায় রচিত ও লিয়াকত আলী লাকী নির্দেশিত ‘অবাক জলপান’ নাটকটি পরিবেশিত হয়। উল্লেখ্য, বিগত ২৭ বছর যাবত পিপলস থিয়েটার এসোসিয়েশন শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের প্রায় ২৫০টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন এই এসোসিয়েশনের অন্তর্ভুক্ত। ১৯৯৫ সাল থেকে জাতীয় শিশু-কিশোর নাট্যোৎসব ও যুব নাট্যোৎসব আয়োজন শুরু করে ইতোমধ্যে ৫টি যুব নাট্যোৎসব ও ১৩টি শিশু-কিশোর নাট্যোৎসব আয়োজন সফলভাবে সম্পন্ন করে। দেশের শিশুনাট্য ও যুবনাট্য আন্দোলনকে বেগবান করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি বিশেষ করে শিশু নাটককে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে পিটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পিটিএভুক্ত দলগুলো জার্মানি, জাপান, রাশিয়া, ক্রোয়েশিয়া, যুক্তরাজ্য, কিউবা, তুরস্ক, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৮৫টি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন