মানসম্মত ইন-ফ্লাইট মিল ও কেবিন ড্রেসিং এর জন্য বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)-কে ‘এক্সিলেন্ট অন টাইম পারফর্মেন্স-২০১৬’ পুরস্কারের জন্য মনোনীত করেছে মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আগামীকাল ৬ এপ্রিল ২০১৭ জার্মানীর হামবুর্গ শহরে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেয়া হবে। মালয়েশিয়ান এয়ারলাইন্স ইন-ফ্লাইট অপারেশন্স বিভাগের প্রধান রহিমা ফারজান আলী বিষয়টি নিশ্চিত করে বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)-কে জানিয়েছেন। মানসম্মত খাবার ও কেবিন ড্রেসিং এর বিষয়ে বিএফসিসি ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি এয়ারলাইন্সগুলোর কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে। বাংলাদেশ বিমান ছাড়াও মালয়েশিয়ান এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স, ড্রাগন এয়ার এবং টার্কিশ এয়ারলাইন্স বিএফসিসি থেকে খাবার নেয়। এছাড়া আরো ১১টি বিদেশি এয়ারলাইন্সকে বিএফসিসি থেকে নিয়মিতভাবে কেবিন ড্রেসিং সেবা দেয়া হয়। যাত্রীদের বিশেষায়িত খাবার চাহিদার কথা বিবেচনা করে বিএফসিসি সম্প্রতি ‘ডায়াবেটিক মিল এবং কিডস্ মিল’ চালু করেছে। ২০১৫-২০১৬ অর্থ বছরে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার দেশি-বিদেশি এয়ারলাইন্সকে ২৮ লক্ষ মিল সরবরাহ করে ১১৯ কোটি টাকা রাজস্ব আয় এবং ২৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসদ্দিক আহমেদ বলেন,‘এ পুরস্কার লাভ ও সম্মান প্রমাণ করে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিমানের ব্যবসা ও সেবা উত্তরোত্তর বাড়ছে’। Ñপ্রেসবিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন