টম ম্যাকগ্রা পরিচালিত এনিমেশন কমেডি ফিল্ম ‘দ্য বস বেবি’। ‘মাডাগাস্কার’ (২০০৫), ‘মাডাগাস্কার : এস্কেপ টু আফ্রিকা’ (২০০৮), ‘মেগামাইন্ড’ (২০১০) এবং ‘মাডাগাস্কার থ্রি : ইউরোপ’স মোস্ট ওয়ান্টেড’ ম্যাকগ্রা পরিচালিত চলচ্চিত্র।
টিম (ভয়েস : মাইলস বকশী) সাত বছর বয়সী এক শিশু। একটি পরিবারে একজন শিশুর অবস্থান হলো সবার ওপরে। সবার মনোযোগ তার ওপর। টিমও তাই। বাবা আর মায়ের পুরো মনোযোগ যেহেতু তার ওপর তাই তার জীবনটা বরাবরই সুখের ছিল। কিন্তু সে কি কখনো জানতো তার ওপর পরিবারে মনোযোগ বিভক্ত হবে। একদিন তারা বাবা-মা তাকে জানায়, তার এক ছোট ভাই আসছে। তবে এই ছোট ভাইটি স্বাভাবিক কোনো ছোট ভাই নয়। এক অস্বাভাবিক শিশু সে তার কণ্ঠও বড়দের মতো, তবে তা টিমের সামনে। আর সেই হলো বস বেবি (ভয়েস : অ্যালেক বল্ডউইন)। টিমের কথায় এ শিশু হতেই পারে না কারণ সে বড়দের মতো স্যুট পরে থাকে আর তার হাতে থাকে ব্রিফকেইস। এক রাতে টিম আবিষ্কার করে বয়স্কদের কণ্ঠে সে ফোনে কারো সঙ্গে কথা বলছে। টিমের ধারণা ভুল নয়। বস বেবিকে পাঠিয়েছে বেবি কর্প নামে একটি প্রতিষ্ঠান পাপি কোম্পানি সম্পর্কে তদন্ত করতে আর সেটিকে ধ্বংস করতে। শিশুদের জায়গা দখল করার জন্য পাপি কোম্পানি ‘ফরেভার পাপি’ নামে একটি পণ্য ছাড়তে যাচ্ছে। বস বেবি যখন তার মিশনে ব্যস্ত তখন টিমও বস বেবিকে বিদায় করার ফন্দি আঁটতে থাকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন