বিনোদন ডেস্ক: পহেলা বৈশাখ লেজার ভিশনের ব্যানার থেকে বাজারে আসছে সাইফ শুভর প্রথম একক এলবাম “হৃদয়ের ভাষা” গায়ক শুভ বলেন, জানি না কতটুকু করতে পেরেছি, বাংলা গানকে ভালোবেসে ও নিজের সবটুকু ঢেলে দিয়ে, সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখেই আমার এই ক্ষুদ্র প্রয়াস, আসলে প্রতিটা ভালো সৃষ্টির পেছনেই কারো না কারো অনুপ্রেরণা থাকে আমার পরিবার আমাকে প্রতিনিয়ত সেই অনুপ্রেরণা দেয়ার কাজটি করে যাচ্ছে। “হৃদয়ের ভাষা” এলবামটিতে মোট গান থাকছে মোট ৭টি সবকটি গানের সংগীত আয়োজন করেছেন সংগীত পরিচালক রাজন সাহা, গানের কথা লিখেছেন প্রবাসী গীতিকবি বজলুর রহমান বাবু। আশা করছি সবগুলো গান-ই সবার ভাললাগবে, আমি কৃতজ্ঞ আমার এতদূর আসার পেছোনে যারা প্রত্যক্ষ ও পরক্ষভাবে জরিত ছিলেন সবার প্রতি, শুদ্ধ ও সুস্থ ধারার বাংলা গান নিয়ে এগিয়ে যেতে চাই বহহুদুর “বাংলা গানের জয় হোক”।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন