শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

অর্থবছরের প্রথম ৯ মাসে আয়ে প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ

| প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশের রফতানি খাতের আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। গতকাল রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম নয় মাসে রফতানি খাত থেকে মোট আয় হয়েছে ২ হাজার ৫৯৪ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। গত অর্থবছরের (২০১৫-১৬) একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার। এ হিসাবে জুলাই-মার্চ মেয়াদে বছরওয়ারি আয় বেড়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। অবশ্য এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় আয় ৪ দশমিক ৩ শতাংশ কম হয়েছে। ইপিবির মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত মাসে দেশের রফতানি আয় হয়েছে ৩১০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার। ২০১৬ সালের মার্চে এর আকার ছিল ২৮৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার। এ হিসাবে আয় কমেছে ৯ দশমিক ৮৩ শতাংশ। তবে এ সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক ৮৯ শতাংশ আয় বেশি হয়েছে। প্রাথমিক, উৎপাদনমুখী শিল্প ও কম্পিউটার সেবার এ তিন বিভাগে রফতানি আয়ের মোট পরিমাণ প্রকাশ করে ইপিবি। নয় মাসের উপাত্তে দেখা যায়, উৎপাদনমুখী শিল্পপণ্য খাতগুলোয় রফতানি আয় বেড়েছে ৪ দশমিক শূন্য ১ শতাংশ। আবার প্রাথমিক পণ্য রফতানিতে আয় কমেছে ১ দশমিক শূন্য ১ শতাংশ। বরাবরের মতো কম্পিউটারসেবার পরিসংখ্যান আংশিক। প্রাথমিক পণ্য খাতগুলোর মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য ও মাছ এবং কৃষি। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে হিমায়িত খাদ্য ও মাছ রফতানি আয় ৪ দশমিক ৯৪ শতাংশ কমে ৩৮ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলারে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ খাতে আয়ের পরিমাণ ছিল ৪০ কোটি ২৪ লাখ ৭০ হাজার ডলার। নয় মাসে কৃষিপণ্য রফতানি থেকে আয় বেড়েছে ২ দশমিক ৯৭ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন