শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শ্রদ্ধা কাপুরকে নিয়ে ফারহান-আদিত্য দ্বন্দ্ব

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কিছু টানাপড়েন ছাড়া দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা শ্রদ্ধা কাপুর আর আদিত্য রায় কাপুর বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এসেছেন। তারা দুজন এমনকি একটি সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্রেও কাজ করেছেন। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এখনো আগের মতোই আছে।
শ্রদ্ধা কাপুরের কথিত বর্তমান প্রেমিক ফারহান আখতার তাকে সাম্প্রতিক একটি পার্টিতে আদিত্য’র সঙ্গে কথা বলতে দেখে নাকি বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন। মহেশ ভাট শিবিরের তিন দশকপূর্তি উপলক্ষে আয়োজিত এই পার্টিতে ফারহান আর আদিত্য’র মধ্যে গরম কথা চালাচালির কথাও শোনা যায়, আর শ্রদ্ধা নাকি এ সময় এগিয়ে এসে তাদের নিবৃত্ত করেন।
এক সূত্র বলেছে, “ফারহান আদিত্য’র ওপর বেশ রেগে গিয়েছিলেন। শ্রদ্ধা ব্যাপারটি আঁচ করতে পেরে এগিয়ে গিয়ে তা সামাল দেন। এরপর শ্রদ্ধা ফারহানের বাসায় গিয়ে তাকে শান্ত করেন।”
শ্রদ্ধা যদি ফারহানের বাসায় না গিয়ে তাকে না বোঝাতেন দ্বন্দ্ব হয়তো আরো বাড়তে পারত। সেই সময়টাতে আদিত্য’র গাড়ি ফারহানের বাসার কাছেই পার্ক করা ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন