শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বন্ধ হয়ে গেল পূর্ণিমা সিনেমা হল

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রায় ৩০ বছর ধরে চলা রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার-ফার্মগেট সড়কে অবস্থিত পূর্ণিমা সিনেমা হলটি বন্ধ হয়ে গেছে। গত ৩১ মার্চ আনুষ্ঠানিকভাবে হলটি বন্ধ ঘোষণা করা হয়। হল কর্তৃপক্ষ জানান, এখানে আর সিনেমা হল থাকবে না, নির্মাণ করা হবে বহুতল ভবন। আগামী বছর এর কাজ শুরু হতে পারে। এখানে ১৮ তলা দুটি কমার্শিয়াল বিল্ডিং হবে, তবে এখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না। সিনেমা হল বন্ধ প্রসঙ্গে কর্তৃপক্ষ জানান, যত টাকা টিকিট বিক্রি করে আসে, তা দিয়ে আমাদের স্টাফদের বেতনই দিতে পারি না। পানি, বিদ্যুৎ, গ্যাসের টাকা বকেয়া হয়ে গিয়েছিল কয়েক মাসের। মালিক প্রতি মাসে এত টাকা ভর্তুকি দিতে পারবে না, তাই হল বন্ধ হয়ে গেছে। উল্লেখ্য, ১৯৮৮ সালে শাবানা, আলমগীর ও জসিম অভিনীত বিশ্বাসঘাতক সিনেমাটি মুক্তি দেয়ার মাধ্যমে সিনেমা হলটির যাত্রা শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন