খুলনা ব্যুরো : খুলনার খানজাহান আলী সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ অবৈধভাবে আসা প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের বিদেশি শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সদর দফতরের কমান্ডার (বিএন) এএইচএম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি বেইস মংলার একটি অপারেশন দল গতকাল শনিবার ভোরে এসব শাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। তবে ট্রাকের চোরাচালানীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবৈধভাবে আনা এসব বিদেশি শাড়ি ও ট্রাকটি খুলনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন