শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পানির দাবিতে কদমতলীতে পাম্প ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পানির দাবিতে রাজধানীর কদমতলী এলাকার হাবিব নগর ও মেরাজ নগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। এসময় ওই এলাকার সহস্রাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন ও পরে ওই এলাকায় অবস্থিত ওয়াসার পানির পাম্প ঘেরাও করে। গতকাল শনিবার সকালে কদমতলী থানার হাবিব নগরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন, হাজি মোহসেনুর রহমান জুয়েল, আবদুল আজিজ মিজি, হাজি মোহাম্মদ তাজুল ইসলাম, ফজলুল হক ঢালী, সৈয়দ দেলোয়ার হোসেন, লুৎফর রহমান, হাজি আবদুল মান্নান বদ্দা, হাজি আরশাদুল হক, হাজি আলমগীর হোসেন, ডা. মোহাম্মদ ফারুক, মাসুদ খান, মোহাম্মদ শাহীন প্রমুখ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর হাবিব নগর, মুজাহিদ নগর ও মেরাজ নগরের প্রায় লক্ষাধিক মানুষ ওয়াসার পানির সঙ্কটে রয়েছেন। দুই তিন দিনেও একবার পানির দেখা পায়না তারা। কখনও কখনও গভীর রাতে অল্প সময়ের জন্য পানি এলেও সে পানি আবার সকলের ভাগ্যে জোটেনা। এ জন্য প্রতিনিয়তই খালি কলসি, বালতি ও পাতিল নিয়ে এ বাড়ি সে বাড়ি ছুটাছুটি করে কারও ট্যাঙ্কিতে সামান্য পানিও পাওয়া যায় না।
পানির অভাবে এ সমস্ত এলাকার ভাড়াটিয়ারা বাসাবাড়ি ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। প্রতিদিন মসজিদ থেকে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে মাইকে ঘোষণা করা হচ্ছে, মসজিদে অজুর পানি নাই। বাসা থেকে অজু করে আসবেন। এ নিয়ে ওয়াসার কর্তৃপক্ষের কাছে নানা সময় প্রতিকার চেয়েও না পেয়ে এ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ওয়াসার পাম্প ঘেরাওয়ের কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সমাবেশ থেকে ওই এলাকার পানি সঙ্কট নিরসনের জন্য খানকা রোড সংলগ্ন এলাকায় একটি স্থায়ী পানির পাম্প স্থাপনের দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি শন্তিপূর্ণ মিছিল মেরাজ নগরে অবস্থিত ওয়াসার পানি পাম্প-১ ও ২ ঘেরাও করে মানববন্ধন করে। এসময় কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত হয়ে পানি চাই পানি চাই বলে স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন