এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের ঋণ প্রদান কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য সপ্তাহব্যাপী “ক্রেডিট ম্যানেজমেন্ট” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. ফজলুর রহমান, এ জেড এম সালেহ ও মো. হাবিবুর রহমান এবং মানবসম্পদ বিভাগের প্রধান আবদুল্লাহ্ আল-কাফি মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ প্রশিক্ষণ কোর্সটি সমন্বয় করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ প্রধান অতিথির বক্তব্যে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের ঋণ কর্মকর্তাদের ব্যাংক ঋণ প্রদান ও গ্রাহক নির্বাচনে সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালন করে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন