অনেক দিন ধরেই তার অভিনয়ের ফেরার কথা চলছে। অবশেষে ‘কুরবানি’ চলচ্চিত্রের জন্য খ্যাত অভিনেত্রী জিনাত আমান একটি ওয়েব সিরিজ দিয়ে অভিনয়ে ফিরছেন। বাস্তবতা হলে দীর্ঘদিন ধরেই তিনি নির্মাতা স্ক্রিপ্ট আর পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলছিলেন। অবশেষে সব তার অনুক‚লে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।
তার অভিনয়ে সিরিজটির নাম হল ‘লাভ, লাইফ অ্যান্ড স্ক্রু আপস’। এরই মধ্যে এই সিরিজটির প্রোমো দেখানো শুরু হয়েছে। এতে তিনি এক মাঝবয়সী অবিবাহিতা নারীর ভ‚মিকায় অভিনয় করছেন যে নিজের জীবনে শত সমস্যা থাকলেও তরুণদের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করে। তার চরিত্রটির নাম জোয়েনা।
জিনাত আমান ছাড়াই শোটিতে অভিনয় করছেন মিতা বশিষ্ঠ, যুবরাজ পরাশর, সোনালি রৌত, ডলি ঠাকুর, কপিল কৌস্তুভ শর্মা, দিয়ান্দ্রে সোয়ারেস প্রমুখ।
ওয়েব সিরিজ ‘লাভ, লাইফ অ্যান্ড স্ক্রু আপস’ পরিচালনা করছেন কপিল কৌস্তুভ শর্মা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন