স্টাফ রিপোর্টার : দৈনিক আমার দেশ পত্রিকার জব্দকৃত মালামাল পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কেন ফেরত দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো: মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। সরকারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আমার দেশ পত্রিকার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
প্রেসের জব্দকৃত মালামাল ফেরত পেতে এর আগে নিম্ন আদালতে আবেদন করেও প্রতিকার পাননি মাহমুদুর রহমান। এরপর চলতি সপ্তাহে আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেয়াসহ এর জব্দ করা মালামাল ফেরত দেয়ার জন্য পত্রিকাটির পক্ষে হাইকোর্টে আবেদন করেন তিনি। গতকাল শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন