হলিউডের স্মপ্রতি মুক্তিপ্রাপ্ত ‘গোস্ট ইন দ্য শেল’ চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামীকাল। রুপার্ট স্যান্ডার্স পরিচালিত সাইফাই অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্মটি ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। চলচ্চিত্রটি বর্তমানে শীর্ষ পাঁচ তালিকায় আছে। এতে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, বিট তাকেশি কিতানো, জুলিয়েট বিনোশ এবং মাইকেল পিট।
মাসামুনি শিরো’র ‘দ্য গোস্ট ইন দ্য শেল’ মাঙ্গা সিরিজের কাহিনী অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।
ইন-উইন এন্টারপ্রাইজ আমদানিকৃত চলচ্চিত্রটি স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমায় প্রদর্শিত হবে ১৪ই এপ্রিল শুক্রবার থেকে। আমদানিকারক প্রতিষ্ঠানের কর্ণধার মো. ইফতেখার উদ্দিন নওশাদ আশা প্রকাশ করেছেন সারা বিশ্বের মত বাংলাদেশেও ফিল্মটি জনপ্রিয়তা পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন