শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিচারক নিয়োগ নীতিমালা বিষয়ে রায় আজ

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : উচ্চ আদালতে বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে রিটের রায় হবে আজ (বৃহস্পতিবার)। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন।
এর আগে গত ২৮ আগস্ট এ বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়। সেদিনই আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আদালত।
আদালতে রিট আবেদনকারী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান এমএস আজিম ও মির্জা আল মাহমুদ। রুল শুনানিকালে এ মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্টের সাতজন সিনিয়র আইনজীবী। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৩০ মে আইনজীবী রাগীব রউফ চৌধুরী এ রিট দায়ের করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন