শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

অবস্থা আশঙ্কাজনক রামপুরায় ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর রামপুরায় গতকাল শনিবার পিকআপ ভ্যানের যাত্রীবেশি ছিনতাইকারীরা রতন মিয়া (২৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। গুরুতর অবস্থায় রতন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রতনের খালা রিনা বেগম জানান, রতন উলন রোডের ভাড়া বাড়িতে বসবাস করেন। রামপুরা কাঁচা বাজারে তার দোকান রয়েছে। গতকাল ভোরে কারওয়ানবাজার মাল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় রতন। উলন রোড ও হাতিরঝিলের মধ্যবর্তী স্থানে একটি পিকআপ ভ্যানে ওঠার মুহূর্তে যাত্রীবেশি ছিনতাইকারীরা রতনের পেটে ও হাতে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ছিনতাইকারীরা তার কাছে থাকা ৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত অবস্থায় তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন