ভারতের গজল সম্রাট হিসেবে পরিচিত জগজিৎ সিংয়ের সহধর্মিণী এবং তারই মত পরিচিত ও জনপ্রিয় গজল শিল্পী চিত্রা সিং আবার মঞ্চে গাইবেন।
জানা গেছে বারানসির সঙ্কট মোচন বার্ষিক সঙ্গীত উৎসবে তিনি আরেকবার মঞ্চে উঠে গাইবেন। সঙ্কট মোচন মন্দিরের হনুমান দরবারে তার পারফর্ম করার কথা। উৎসবে ১৫ এপ্রিল শুরু হয়েছে।
জগজিৎ-চিত্রার একমাত্র ছেলে বিবেক ২১ বছর বয়সে মুম্বাইয়ে এক সড়ক দুর্ঘটনার নিহত হবার পর সঙ্গীতশিল্পীটি ১৯৯১ সালে গান গাওয়া বন্ধ করে দেন। এরপর তাকে জনসমক্ষেও খুব দেখা যায়নি। জগজিৎ সিং অবশ্য গাওয়া বন্ধ করেননি।
জানা গেছে চিত্রা নিজেই হনুমান দরবারে গাইবার ইচ্ছা প্রকাশ করেছেন।
২০০৩ সালে জগজিৎ সিং পদ্ম ভুষণ উপাধি লাভ করেন। চিত্রাসহ গজল শিল্পীর পরিবারের বিশ্বাস তাকে ভারত রত্ন উপাধি দেয়া দরকার ছিল। জগজিৎ ২০১১’র ১১ অক্টোবর মৃত্যুবরণ করেন।
ছয়দিনের উৎসবে মার্কিন স্যাক্সোফোন কিংবদন্তি গর্জ ব্রæক্স, গুলফাম আহমাদ খান, ওস্তাদ হামসার হায়াত নিয়ামি, আহমাদ হুসেন-মুহাম্মাদ হুসেন, ধ্রæপদ নৃত্যশিল্পী সোনাল মান সিং এবং আরও বিখ্যাত শিল্পীরা পারফর্ম করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন