বিনোদন ডেস্ক : নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কণা। তবে এটি কোনো অ্যালবামের গান নয়, সিনোমার গান। নাম ‘দুলাভাই জিন্দাবাদ’। পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। সম্প্রতি এ ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা। গানের শিরোনাম ‘মন জানে’। এর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। ইমরান ও কনার গাওয়া এ গানটিতে ঠোঁট মেলাবেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। খুব শিগগিরই গানটির চিত্রায়নের কাজ শুরু হবে। এ গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে ইমরান বলেন, পুরোপুরি রোমান্টিক একটি গান এটি। তবে প্যাটার্নে বৈচিত্রতা খুঁজে পাবেন শ্রোতারা। আর কণা আপুর সঙ্গে আমার করা ‘দিল দিল দিল’ গানটি এরই মধ্যে ইউটউিবে এক কোটির ঘর স্পর্শ করেছে। এ গানটিও কণা আপু গেয়েছেন অসাধারণ। আশা করছি ‘মন জানে’ গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন। কণা বলেন, অনেক সুন্দর কথা ও সুরের একটি গান। ইমরান বরাবরের মতো ভালো কম্পোজিশন করেছে। গানটি নিয়ে আমি আশাবাদী। শ্রোতাদের ভালো লাগবে নিশ্চয়ই। এদিকে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার কাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে সাভারে এর শেষের দিকের শুটিং চলছে। এ ছবিতে বাপ্পী ও মিম ছাড়াও অভিনয় করছেন ডিপজল, মৌসুমী, অমিত হাসান, ইলিয়াস কোবরা প্রমুখ। ইমরান ছাড়াও এ ছবির গানগুলোর সংগীত পরিচালনা করছেন ইমন সাহা, আরফিন রুমি ও বেলাল খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন