শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

তামাকের স্বাস্থ্য উন্নয়ন কর রোগ প্রতিরোধে ব্যবহারে গুরুত্বারোপ

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা স্বাস্থ্য উন্নয়ন কর থেকে অর্জিত অর্থ তামাক নিয়ন্ত্রণ ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণসহ রোগ প্রতিরোধে ব্যবহার করার উপর গুরুত্বারোপ করেছেন। তারা বলেন, এ উন্নয়ন কর দিয়ে রোগ প্রতিরোধ ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে শক্তিশালী করা সম্ভব হবে। এজন্য সারচার্জ ব্যবহারে প্রক্রিয়াধীন নীতিমালা দ্রæত চ‚ড়ান্ত করা জরুরি। গতকাল বাংলাদেশ জাতীয় যক্ষানিরোধ সমিতির (নাটাব) কার্যালয়ে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাবিøউবিবি) ট্রাস্ট ও নাটাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। নাটাবের সভাপতি এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ডাবিøউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দা অনন্যা রহমান, বউকসের নির্বাহী পরিচালক হাসিনুর রহমান প্রমুখ। মোজাফফর হোসেন পল্টু বলেন, তামাকের মোড়কে ছবিসহ সতর্কবাণীর প্রচলন এবং তামাকের উপর স্বাস্থ্য কর আরোপ করা হয়েছে। এখন এ অর্থ জনস্বাস্থ্য উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায়, সেজন্য দ্রæত নীতিমালা প্রণয়ন করা জরুরি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন