শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার বছর পর ঢাকাইয়া চরিত্রে জাহিদ হাসান

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : চার বছর আগে বাংলাভিশনে প্রচারিত ঈদের বিশেষ ধারাবাহিক নাটক আরমান ভাই নাটকে জাহিদ হাসান ঢাকাইয়া চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি আর ঢাকাইয়া চরিত্র ও ভাষায় অভিনয় করেননি। চার বছর পর আবারও তিনি ঢাকাইয়া চরিত্রে অভিনয় করলেন। তাকে নিয়ে এমন একটি নাটক নির্মাণ করেছেন শেখ সেলিম। নাটকটির নাম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটি রচনা করেছেন আকাশ রঞ্জন। সম্প্রতি পুরাতন ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকের চিত্রায়ন হয়েছে। বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে। নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, আবদুল্লাহ রানা, পিয়া বিপাশা, তারেক স্বপন, মাহমুদা আক্তার নিশা, মোশাররফ হোসেন, বাশার বাপ্পি, অরণ্য বিজয়সহ আরও অনেকে। নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Add
আরিফুর রহমান ১৯ এপ্রিল, ২০১৭, ৪:০৪ এএম says : 0
khub valo
Total Reply(0)
Add
Riyadh Chowdhury ১৯ এপ্রিল, ২০১৭, ১২:৪৫ পিএম says : 0
জাহিদ হাসানের অভিনয় আমার কাছে ভালো লাগে!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর