সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

একই দিনে ৫ কোম্পানির এজিএম

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্যদ। আয়োজিত সময় অনুযায়ী একই দিনে অর্থাৎ ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে এসব কোম্পানির এজিএম। এগুলো হলো- ইউনাইটেড ফইন্যান্স, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক এবং লিনডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড ফইন্যান্স: আর্থিক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ওইদিন সকাল ১১টায় ঢাকা লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ব্র্যাক ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১০টায় হোটেল ব্র্যাক-সিডিএম, সাভার, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
পূবালী ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল সাড়ে ১০টায় পূবালী ব্যাংক অডিটরিয়াম, হেডঅফিস, ২৬ দিলকুশা, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ইস্টার্ণ ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল সাড়ে ১০টায় স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউজ-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
লিনডে বাংলাদেশ লিমিটেড: বিদ্যুৎ ও জ্বালানী খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ওইদিন সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫ পুরাতন এয়ারপোর্ট রোড, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেইট, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১১০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ও ২০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
উল্লেখ্য, সভায় এসব কোম্পানির ঘোষিত লভ্যাংশের পাশাপাশি অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীরা সর্বসম্মতিক্রমে অনুমোদন করবেন বলে জানা গেছে। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন