শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্কুল-কলেজ তায়কোয়ান্ডো

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : শুরু হয়েছে ওয়ালটন জাতীয় স্কুল ও কলেজ তায়কোয়ান্ডো প্রতিযোগিতা। আসরে ৩৫ স্কুলের আটশ’ তায়কোয়ান্ডোকার অংশ নিচ্ছেন। বিশটি ওজন শ্রেণিতে পদকের জন্য লড়ছেন তায়কোয়ান্ডোকারা। এর মধ্যে ১০টি করে পুরুষ ও মহিলা ইভেন্ট রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা জুনিয়র পুমসে একক ও দ্বৈতেও খেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে শুরু হওয়া তিন দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। এ সময় সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। পুরুষ ও মহিলা বিভাগের ওজন শ্রেণিগুলো হলো: -৩০, -৩৫, -৪০, -৫০, -৫৫, -৬০, -৬৫, -৭০ ও উর্ধ্ব ৭০।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন