শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চার দশক পর একই চলচ্চিত্রে শবনম

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রায় চার দশক আগে প্রয়াত পরিচালক নজরুল ইসলামের পরিচালনায় শবনম-নাদিম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন ‘আয়না’ চলচ্চিত্রে। পাকিস্তানের চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি ব্যাপক ব্যবসা সফল চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করে শবনম পাকিস্তানের সর্বোচ্চ সম্মানজনক অ্যাওয়ার্ড ‘নিগার অ্যাওয়ার্ড’ও লাভ করেছিলেন। ‘আয়না’ চলচ্চিত্রের গল্প ভেঙে পরবর্তীতে ভারত, বাংলাদেশেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবার চলচ্চিত্রটির সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের চলচ্চিত্রে চল্লিশ বছরের অভিজ্ঞতা’সহ নানা বিষয় শেয়ার করতে পাকিস্তানে গিয়েছিলেন শবনম। সেখানেই সিদ্ধান্ত হয় শবনম ও নাদিমকে নিয়ে আবার ‘আয়না’ চলচ্চিত্র নির্মিত হবে। চলচ্চিত্রের নাম ‘আয়না-টু’। এটি নির্মাণ করবেন সৈয়দ নূর। এতে অভিনয় করবেন শবনম-নাদিম। তবে তারা দু’জন মা-বাবার ভ‚মিকায় অভিনয় করবেন। শবনম বলেন, ‘এরইমধ্যে আয়না-টু’র মহরত সম্পন্ন হয়েছে। তিনি বলেন, অধীর আগ্রহে অপেক্ষা করছি আয়না-টু’তে অভিনয় করতে। দেখা যাক কী হয়।’ শবনম জানান, কানাডাতে গল্পের প্রয়োজনে ‘আয়না-টু’ চলচ্চিত্রের শুটিং হবে। দু’তিনদিন পাকিস্তানের করাচিতে শুটিং হতে পারে। গত ২০ এপ্রিল শবনম ঢাকায় ফিরেছেন। ফেরার আগের দিন পাকিস্তানের মেয়রের পক্ষ থেকে শবনমের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শবনমকে লাইফ টাইম অ্যাচিভম্যান্ট সম্মাননা দেয়া হয়। সেই সাথে পাকিস্তানের চলচ্চিত্রে শবনমের ভ‚মিকা তুলে ধরেন মেয়র। পাকিস্তানের চলচ্চিত্রে কাজ করার সময় বিভিন্ন সময়ে বাংলাদেশের চলচ্চিত্রেও অভিনয় করেন শবনম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন