মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্কুল-কলেজ তায়কোয়ান্ডো

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় স্কুল ও কলেজ তায়কোয়ান্ডো প্রতিযোগিতার জুনিয়র পুরুষ বিভাগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এই বিভাগে প্রথম রানার্সআপ হয়েছে সিলেটের জালালবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও দ্বিতীয় রানারআপ হয়েছে যৌথভাবে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কুমিল্লার মডার্ন হাইস্কুল। এদিকে জুনিয়র মহিলা বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার উদয়ন স্কুল এন্ড কলেজ ও গাজীপুরের রানী বিলাস বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিভাগে প্রথম রানার্সআপ হয়েছে ঢাকার সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বারিধারা শাখা এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে তিন দিনব্যাপী প্রতিযোগিতার খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এসময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, ফেডারেশনের সভাপতি কাজী মোরশেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, স্কুল, কলেজের প্রায় আটশ’ ছাত্র-ছাত্রী অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন