সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় যুবদলে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদত্যাগের হিড়িক

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনায় যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে তৃণমূল নেতাকর্মীরা আন্দোলনে নেমেছে। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অবমূল্যায়নের ক্ষোভ প্রকাশ করে যুবদল তথা বিএনপি থেকে সমস্ত সাংগঠনিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করেন নগর যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু। নিষ্ক্রীয়, বিতর্কিত, মাদক বিক্রেতাদের অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা দেয়া হয়েছে বলে অভিযোগ তার। আগামী এক সপ্তাহের মধ্যে ওই আংশিক কমিটি বাতিল করা না হলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী পদত্যাগ করবে বলে জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে যুবদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা মহানগর যুবদলে সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মাহাবুবুল হাসান পিয়ারুকে সভাপতি, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি চৌধুরী নাজমুল হুদা সাগরকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়। ওই কমিটির সহ-সভাপতি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম রফিকুল ইসলাম রফিক এবং সাংগঠনিক সম্পাদক কাজী নেহিবুল হাসান নেহিমও কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে সোচ্চার।
সাবেক সাধারণ সম্পাদক শের আলম সান্টু বলেন, সম্মেলন না করে কেন্দ্র থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি চাপিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া বিএনপি এবং ছাত্রদলের পদস্থ ব্যক্তি ও মাদক মামলার আসামিদের এ কমিটিতে রাখা হয়েছে। অথচ আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন এমন নেতাকর্মীরা কমিটিতে স্থান পাননি। অর্থের বিনিময়ে একমিটি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সিনিয়র সহ-সভাপতি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বলেন, হামলা-মামলায় নির্যাতিত এমন অনেক নেতাকর্মীকে মূল্যায়ন করা হয়নি। আগামী ৭ দিনের মধ্যে কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি তৃণমূলের। এক সপ্তাহের মধ্যে সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিল করা না হলে খুলনা মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী একযোগে পদত্যাগে ব্যর্থ হবে।
অন্যদিকে, জেলা যুবদলের নতুন সভাপতি মোহাম্মদ শামিম কবির জেলা বিএনপির বর্তমান কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং সর্বশেষ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাছাড়া সহ-সভাপতি আবদুলাহিল কাফি সখা সর্বশেষ ছাত্রদলের নগর কমিটির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ছাত্রদলের সর্বশেষ কমিটির জেলা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। যুগ্ম-সাধারণ সম্পাদক মাসরুর রহমান ফ্রান্স জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সাংগঠনিক সম্পাদক জাবির আলী সর্বশেষ জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ছিলেন।
নগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মোঃ শফিকুল আলম তুহিন বলেন, যুবদলের এ কমিটির মাধ্যমে তৃণমূলের আকাক্সক্ষার প্রতিফলন হয়নি। খুলনায় বিএনপির দ্বিধা-বিভক্তি ও অনৈক্যের প্রতিফলন এ কমিটি। জেলা বিএনপি’র সভাপতি এসএম শফিকুল আলম মনা বলেন, যুবদলের এ কমিটি সম্পর্কে কিছুই জানি না। এ কমিটি নিয়ে জেলা বিএনপি’র নেতাকর্মীদের সাথে কোন আলাপ-আলোচনা করেনি কেন্দ্র। একটি মহল কেন্দ্রকে ভুল বুঝিয়ে এমন কমিটি দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন